নাগেশ্বরী বধ্যভূমি
নাগেশ্বরী হিন্দু প্রধান এলাকা। নির্যাতনের ভয়ে অনেকেই সীমান্ত পাড়ি দিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন। তারপরও যারা ছিলেন তাঁদের উপর নেমে এসেছিল অমানবিক নির্যাতন। পাকিস্তানিদের নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অজস্র বাঙালি হিন্দু। তাঁদের যেমন সম্পদ লুট হয়েছিল তেমনি প্রাণহরণ করেছিল পাকিস্তানিরা। পাকিস্তানিদের হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন অনেকেই তাঁদের সকলের নাম ঠিকানা জানা যায়নি। যে ক’জনের নাম পাওয়া গেছে তারা হলেন—
ক্র. | শহিদের নাম | পিতা/স্বামী | ঠিকানা |
১ | শহিদ পপাটুয়া (টুমেটু) | অজ্ঞাত | নাগেশ্বরী সদর |
২ | শহিদ পাগলী | অজ্ঞাত | নাগেশ্বরী সদর |
৩ | শহিদ ভৌমিক | অজ্ঞাত | ভিতরবন্দ |
৪ | শহিদ রমেশ চন্দ্র ঘোষ | অজ্ঞাত | ভিতরবন্দ |
(পূর্ণাঙ্গ তালিকা নয়)
সূত্র: উত্তর রণাঙ্গনে সংখ্যালঘু গণহত্যা ও নারী নির্যাতন- এসএম আব্রাহাম