You dont have javascript enabled! Please enable it! 1971.06.26 | হিন্দু সম্পদ আত্মসাতে সাংগঠনিক পরিকল্পনা ও কার্যক্রম - সংগ্রামের নোটবুক

হিন্দু সম্পদ আত্মসাতে সাংগঠনিক পরিকল্পনা ও কার্যক্রম

হিন্দুদের সম্পত্তি দখলে স্বাধীনতাবিরোধী শান্তি কমিটি বা পিস কমিটির ভূমিকা ছিল সারাদেশেই ন্যাক্কারজনক। শুধু পাকিস্তানি বাহিনীই হত্যা করেছে তা নয় স্থানীয় পিস কমিটি, রাজাকারেরা তাদের সহযোগিতা ছাড়াও নিজেরাও হত্যাকাণ্ডে অংশগ্রহণ হিন্দুদের সম্পদ লুট করেছে, ঘর বাড়িতে অগ্নিসংযোগ করেছে। কুড়িগ্রামের উলিপুরে এই কাজগুলো পিস কমিটি পরিকল্পিতভাবে করেছে। অনেকটা সরকারি অফিসের কাজ কর্মের আদলে। তারা ২৬ জুন ১৯৭১ তারিখে হিন্দুদের পরিত্যক্ত ঘরবাড়ি, সহায় সম্পদ সম্পর্কে এজেন্ডা দিয়ে আলোচনা করেছিল উলিপুর থানা পিস কমিটির সভায়। এরপর থেকে উলিপুর ও আশপাশের স্বাধীনতা বিরোধীরা দলে দলে পছন্দমতো হিন্দু বাড়ির দখল নিতে থানা শান্তি কমিটির কাছে দরখাস্ত দাখিল করতে থাকে। এমনকি স্কুলের আসবাবপত্র নির্মাণের অজুহাতে হিন্দুদের গাছ কাটার জন্য তারা আবেদন করেছিল। সে সময় প্রশাসন পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছিল সরকারি কর্মচারিরাও নিজ বসবাসের জন্য হিন্দুদের বাড়ি দখলে নিতে শান্তি কমিটির কাছে আবেদন করত।

সূত্র: উত্তর রণাঙ্গনে সংখ্যালঘু গণহত্যা ও নারী নির্যাতন- এসএম আব্রাহাম