You dont have javascript enabled! Please enable it!

রামচন্দ্রপুর বধ্যভূমি

গাইবান্ধা রামচন্দ্রপুর বধ্যভূমি রংপুর তথা উত্তরাঞ্চলের অন্যতম বড় বধ্যভূমি। এখানে পাকিস্তানি বাহিনী বহু নর-নারীকে হত্যা করেছিল। স্থানীয় ও বহিরাগত বাঙালিরা এখানে হত্যাকাণ্ডের শিকার হন। যাঁদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের সংখ্যা উল্লেখযোগ্য। হতভাগ্য শহিদদের লাশ উন্মুক্তস্থানে পড়ে থেকে কুকুর শৃগালে আহার হয়েছিল। শহিদদের পূর্ণাঙ্গ তালিকা এখনো রচিত হয়নি। এ পর্যন্ত রামচন্দ্রপুর বধ্যভূমিতে যাঁদের সমাধি হয়েছে তাঁদের সংখ্যা অনেক। যার মধ্যে সংখ্যালঘু শ্রেণির সদস্যরাও রয়েছেন। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে সংখ্যালঘু শহিদদের মধ্যে যাঁদের নাম পাওয়া গেছে তা এখানে উল্লেখ করা হলো—

ক্র. শহিদের নাম পিতার নাম ঠিকানা
শহিদ রামবল্লভ কর্মকার রামনারায়ন কর্মকার কাশিয়াবাড়ী, পলাশবাড়ী
শহিদ রাজেন্দ্রনাথ শীল রাজবিহারী শীল কাশিয়াবাড়ী, পলাশবাড়ী
শহিদ অতুল চন্দ্র প্রামানিক কুমুদ চন্দ্র প্রামানিক কাশিয়াবাড়ী, পলাশবাড়ী
শহিদ কুমুদ চন্দ্র প্রামানিক বঙ্গবিহারী প্রামানিক কাশিয়াবাড়ী, পলাশবাড়ী
শহিদ জ্ঞানেন্দ্র নাথ দাস অজ্ঞাত কাশিয়াবাড়ী, পলাশবাড়ী
শহিদ উপেন্দ্রনাথ প্রামানিক হরিনাথ প্রামানিক কাশিয়াবাড়ী, পলাশবাড়ী
শহিদ ক্ষুদিরাম হরিকান্ত কাশিয়াবাড়ী, পলাশবাড়ী
শহিদ গেন্থরহরি রাজেন্দ্রনাথ পন্ডিত কাশিয়াবাড়ী, পলাশবাড়ী
শহিদ নরেন্দ্রনাথ সরকার রাজেন্দ্রনাথ পন্ডিত কাশিয়াবাড়ী, পলাশবাড়ী
১০ শহিদ সীতারাম রাম হরি কাশিয়াবাড়ী, পলাশবাড়ী
১১ শহিদ চেংটু মন্ডল অজ্ঞাত কাশিয়াবাড়ী, পলাশবাড়ী
১২ শহিদ কালু দাস অজ্ঞাত কাশিয়াবাড়ী, পলাশবাড়ী
১৩ শহিদ গাদু সরকার গয়ানাথ সরকার কাশিয়াবাড়ী, পলাশবাড়ী
১৪ শহিদ মুকুন্দ শীল অজ্ঞাত কাশিয়াবাড়ী, পলাশবাড়ী
১৫ শহিদ বালু রাম দাস অজ্ঞাত কাশিয়াবাড়ী, পলাশবাড়ী
১৬ শহিদ মহিন্দ্র নাথ দাস অজ্ঞাত কাশিয়াবাড়ী, পলাশবাড়ী
১৭ শহিদ রমেশ চন্দ্র সরকার অজ্ঞাত পবনাপুর, পলাশবাড়ী
১৮ শহিদ মনিন্দ্র লাল সরকার অজ্ঞাত পবনাপুর, পলাশবাড়ী
১৯ শহিদ গগণ চন্দ্র দাস অজ্ঞাত পবনাপুর, পলাশবাড়ী
২০ শিবচরণ সরকার ডাঃ হরিদাস সরকার রামচন্দ্রপুর, পলাশবাড়ী
২১ শহিদ বিনোদ বিহারী সরকার গয়ানাথ সরকার রামচন্দ্রপুর, পলাশবাড়ী
২২ শহিদ খোকা রাম মহন্ত বিজুনাথ মহন্ত রামচন্দ্রপুর, পলাশবাড়ী
২৩ শহিদ যতীন্দ্রনাথ সরকার ভগিরাত সরকার রামচন্দ্রপুর, পলাশবাড়ী
২৪ শহিদ সীতা রাণী বিনয়কৃষ্ণ রামচন্দ্রপুর, পলাশবাড়ী
২৫ শহিদ তরঙ্গিনী বালা যোগেশ চন্দ্র রামচন্দ্রপুর, পলাশবাড়ী
২৬ শহিদ বিশু রাম খোকারাম রামচন্দ্রপুর, পলাশবাড়ী
২৭ শহিদ কিনু প্রধান পূর্ণচন্দ্র প্রধান হাসানখোর, পলাশবাড়ী
২৮ শহিদ কালু রাম দাস নগেন্দ্রনাথ হাসানখোর, পলাশবাড়ী
২৯ শহিদ মহিম চন্দ্র খগেন্দ্র চন্দ্র হাসানখোর, পলাশবাড়ী
৩০ শহিদ কুসুম বালা কেশর চন্দ্র হাসানখোর, পলাশবাড়ী
৩১ শহিদ রাশমনি সরকার ভরসারাম সরকার হাসানখোর, পলাশবাড়ী
৩২ শহিদ মেনুকা বালা শ্যামসুন্দর হাসানখোর, পলাশবাড়ী
৩৩ শহিদ সুধা বালা পঞ্চারাম হাসানখোর, পলাশবাড়ী
৩৪ শহিদ শুটকু পাগলা পঞ্চানন কাশিয়াবাড়ী, পলাশবাড়ী
৩৫ শহিদ ভগবান চন্দ্র শীল ক্ষুদিরাম চন্দ্র শীল কাশিয়াবাড়ী, পলাশবাড়ী
৩৬ শহিদ প্রফুল্ল চন্দ্র শীল ক্ষুদিরাম চন্দ্র শীল কাশিয়াবাড়ী, পলাশবাড়ী
৩৭ শহিদ নিতাই চন্দ্র কর্মকার কালীপদ কর্মকার কাশিয়াবাড়ী, পলাশবাড়ী
৩৮ শহিদ সন্ধ্যা রাণী প্রিয়নাথ কাশিয়াবাড়ী, পলাশবাড়ী
৩৯ শহিদ নিমাই চন্দ্র কুড়ি নিতাই চন্দ্র কুড়ি কাশিয়াবাড়ী, পলাশবাড়ী
৪০ শহিদ শিমন্ত শীল সুশীল চন্দ্র শীল কাশিয়াবাড়ী, পলাশবাড়ী
৪১ শহিদ ভোলা ভানু মহদিপুর, পলাশবাড়ী
৪২ শহিদ কেরু গোপাল মহদিপুর, পলাশবাড়ী
৪৩ শহিদ ধীরেন টুরু মহদিপুর, পলাশবাড়ী
৪৪ শহিদ চেংটু ধরণী মহদিপুর, পলাশবাড়ী
৪৫ শহিদ যতীন হরিবোলা মহদিপুর, পলাশবাড়ী
৪৬ শহিদ মহিন্দ্রনাথ দাস অজ্ঞাত পবনাপুর, পলাশবাড়ী
৪৭ শহিদ মুকুন্দ শীল অজ্ঞাত পবনাপুর, পলাশবাড়ী
৪৮ রমেশ চন্দ্র সরকার অজ্ঞাত পবনাপুর, পলাশবাড়ী
৪৯ শহিদ মণিন্দ্র লাল সরকার অজ্ঞাত পবনাপুর, পলাশবাড়ী
৫০ শহিদ সরোদিনী কেশব চন্দ্র দাস হাসানখোর, পলাশবাড়ী
৫১ শহিদ লাল বিহারী অজ্ঞাত হাসানখোর, পলাশবাড়ী
৫২ শহিদ খুদি রাণী পরাণ সাধু হাসানখোর, পলাশবাড়ী
৫৩ শহিদ শ্যামলী রাণী বাদল সরকার রামচন্দ্রপুর, পলাশবাড়ী
৫৪ শহিদ মহিম ঋষি অজ্ঞাত অজ্ঞাত
৫৫ শহিদ দেবেন্দ্রনাথ সরকার অজ্ঞাত অজ্ঞাত
৫৬ শহিদ সঙ্ক রাণী অজ্ঞাত অজ্ঞাত

পূর্ণাঙ্গ তালিকা নয় রামচন্দ্রপুর বধ্যভূমিতে অসংখ্য নর-নারীর সমাধি রয়েছে।

সূত্র: উত্তর রণাঙ্গনে সংখ্যালঘু গণহত্যা ও নারী নির্যাতন- এসএম আব্রাহাম

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!