You dont have javascript enabled! Please enable it!

ফুলছড়ি বধ্যভূমি

গাইবান্ধায় সমগ্র যুদ্ধকালে পাকিস্তানি বাহিনী বহু বাঙালিকে হত্যা করেছিল। হত্যাকাণ্ডের শিকার সে সকল বাঙালির লাশ ফুলছড়ি বধ্যভূমিতে পড়ে ছিল। স্থানীয় অপেক্ষা বাইরে থেকে আসা মানুষজন বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। সমগ্র যুদ্ধকালে ফুলছড়িতে সহস্রাধিক বাঙালির জীবন হরণ করেছিল পাকিস্তানিরা। বহিরাগতদের নাম ঠিকানা জানা না গেলেও স্থানীয় বেশ কয়েকজন শহিদের নাম সংগৃহীত হয়েছে। তাঁদের নাম ঠিকানা নিম্নে তুলে ধরা হলো—

ক্র. শহিদের নাম পিতা/স্বামীর নাম ঠিকানা
শহিদ জগমোহন সরকার নবীন চন্দ্র সরকার চিথুলিয়া, ভরতখালী
শহিদ বিশ্বেশ্বর সরকার শহিদ জনমোহন সরকার চিথুলিয়া, ভরতখালী
শহিদ অশ্বিনী কুমার সরকার লক্ষীকান্ত সরকার মন্দরা, ভরতখালী
শহিদ জয়মঙ্গল কিনু কবিরাজ কামালেপাড়া, সাঘাটা
শহিদ গোকুল চন্দ্র দাশ দীপুরাম দাশ ঝাড়াবর্ষা, ঘড়দিহ
শহিদ মহেন্দ্রনাথ সরকার রাজকুমার সরকার হরিরামপুর, গোবিন্দগঞ্জ
শহিদ রোহিনীকান্ত সরকার কৈলাশ চন্দ্র সরকার সিংড়িয়া, উদাখালী
শহিদ প্রিয়নাথ সরকার মদন মোহন সরকার সিংড়িয়া, উদাখালী
শহিদ হরিদাস রাজভর দুখনা রাজভর সিংড়িয়া, উদাখালী
১০ শহিদ বড়দাচরণ দাস ইন্দ্রমোহন দাস সিংড়িয়া, উদাখালী
১১ শহিদ হীরালাল দাস শতিল চন্দ্র দাস সিংড়িয়া, উদাখালী
১২ শহিদ বিজয় কুমার সরকার রজনীকান্ত সরকার সিংড়িয়া, উদাখালী
১৩ শহিদ নারায়ন অজ্ঞাত গজারিয়া, ফুলছড়ি
১৪ শহিদ জগমোহন সরকার অজ্ঞাত কাতলামারী, ফুলছড়ি

সূত্র: উত্তর রণাঙ্গনে সংখ্যালঘু গণহত্যা ও নারী নির্যাতন- এসএম আব্রাহাম

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!