You dont have javascript enabled! Please enable it! পলাশবাড়ী সি এন্ড বি রেস্টহাউস গণহত্যা, গাইবান্ধা - সংগ্রামের নোটবুক

পলাশবাড়ী সি এন্ড বি রেস্টহাউস গণহত্যা

গাইবান্ধা পলাশবাড়ীর সি এন্ড বি রেস্ট হাউসের অফিসটি ছিল পাক হানাদাদের ঘাঁটি। সেখানে যুদ্ধের অধিকাংশ সময়ই ব্যাপক হত্যাকাণ্ড পরিচালিত হয়। এখানে নিরীহ বাঙালি, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং রাস্তা দিয়ে চলাচলকারী যাত্রীদের ধরে এনে এই নির্যাতন কেন্দ্রে অকথ্য নির্যাতন করত। তাদের উপর অত্যাচার করে নানা তথ্য আদায়ের চেষ্টা করত। নাম ঠিকানা না জানা শত শত পথযাত্রীকে এই নির্যাতন কেন্দ্রে নির্যাতনের পর হত্যা করেছে পাকিস্তান আর্মি। স্থানীয় মুক্তিযোদ্ধা ও প্রবীণ ব্যক্তিদের ভাষ্যমতে পলাশবাড়ী সি এন্ড বি রেস্টহাউসে কমপক্ষে ৫/৬ শত যুবক-যুবতিদের হত্যা করেছে পাকিস্তানি বাহিনী। হত্যার পর সেখানে বহু লাশ মাটি চাপা দিয়ে পুঁতে রেখেছিল তারা। তবে অধিকাংশিই লাশ ভাসিয়ে দেয় করতোয়া নদীতে। যেগুলোর সলিল সমাধি হয়েছে। হতভাগ্য শহিদদের মধ্যে হিন্দু মুসলিম একাকার ছিলেন। সেই সকল হতভাগ্যদের সকলের নাম সংগ্রহ করা না গেলেও যে সকল স্থানীয় শহিদ ব্যক্তিবর্গের নাম পাওয়া গেছে তাঁদের মধ্যে বেশ কয়েকজন সংখ্যালঘু সম্প্রদায়ের ছিলেন তাঁরা হলেন—

ক্র. শহিদের নাম পিতা/স্বামী ঠিকানা
শহিদ মহিনী রিষি চন্দন মোহন রিষি গিরিধারীপুর, পলাশবাড়ী
শহিদ তরণী রিষি অজ্ঞাত গিরিধারীপুর, পলাশবাড়ী

(পূর্ণাঙ্গ তালিকা নয়)

সূত্র: উত্তর রণাঙ্গনে সংখ্যালঘু গণহত্যা ও নারী নির্যাতন- এসএম আব্রাহাম