You dont have javascript enabled! Please enable it!

হেলাল পার্ক গণহত্যা ও বধ্যভূমি

গাইবান্ধা শহরের হেলাল পার্কে সংঘটিত গণহত্যা ও নির্যাতনের কথা তুললে স্থানীয় প্রবীণজনেরা এখনো শিউরে ওঠেন। এতদ্বিষয়ে হেলাল পার্ক ও কফিল শাহ গোডাউনের নিকটবর্তী ওয়াপদা পাড়া নিবাসী আব্দুল ওয়াদুদ খান ওরফে শাহীন ও তাঁর বন্ধু মকসুদুর রহমান বর্ণনা দিয়েছেন। তাঁরা ছিলেন কলেজ ছাত্র। মুক্তিবাহিনীর পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে ৬ সেপ্টেম্বর তাঁরা পাকিস্তানিদের হাতে ধৃত হন। বন্দি হবার পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য কফিল শাহের গুদামে নিয়ে গিয়ে হাত ও চোখ বেঁধে নির্যাতন করা হয়। ওই গুদামে তাঁরা বিমান বাহিনী থেকে আগত একজন মুক্তিযোদ্ধাকে উলঙ্গ করে নির্যাতিত হতে দেখেন। ওয়াদুদ খান ওরফে শাহীন আরও দেখেন সেখানে দলে দলে বাঙালিদের ধরে এনে তাদের উপর অকথ্য অত্যাচার করত পাকিস্তানি বাহিনী। তাঁর মতে পাকিস্তান সেনা অফিসাররা হেলাল পার্কের সকল হত্যাকাণ্ড ও নারী ধর্ষণের জন্য দায়ী। স্বাধীনতার পর সে সত্যতা মিলে। সেখানে (হেলাল পার্কে) গণকবর আবিস্কৃত হয়। এখানে চল্লিশটির অধিক গণহত্যা সংঘটিত হয়। অগণিত বাঙালি শহিদ হন যাদের সবার নাম ঠিকানা তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। যে সকল শহিদের নাম পাওয়া গেছে তাঁদের মধ্যে সংখ্যালঘু শহিদদের নাম এখানে যুক্ত করা হলো—

ক্র. শহিদের নাম পিতা/স্বামী ঠিকানা
শহিদ ননী গোপাল সাহা মনমোহন সাহা স্টেশন রোড, সদর
শহিদ পরেশ নাথ প্রসাদ দ্বিপলাল প্রসাদ থানা পাড়া
শহিদ কেদার নাথ প্রসাদ রামহরণ প্রসাদ থানা পাড়া
শহিদ বিজয় কুমার রায় শ্রীশ চন্দ্র রায় ডেভিড কোং পাড়া
শহিদ প্রকাশ চক্রবর্তী ভোগলা প্রমোদাকান্ত চক্রবর্তী কালীবাড়ী পাড়া
দ্বিপলাল প্রসাদ অজ্ঞাত থানা পাড়া, গাইবান্ধা
শহিদ জগৎ চন্দ্র কর্মকার হারান চন্দ্র কর্মকার স্টেশন রোড, সদর
শহিদ শ্যামা চরণ সাহা চাঁদ মোহন সাহা স্টেশন রোড, সদর
শহিদ মহিম যোগী অজ্ঞাত গোবিন্দপুর/লক্ষীপুর
১০ শহিদ উপেন চন্দ্র রায় অজ্ঞাত অজ্ঞাত
১১ শহিদ যোগেন চন্দ্র রায় অজ্ঞাত অজ্ঞাত
১২ শহিদ দ্বীপলাল প্রসাদ অজ্ঞাত অজ্ঞাত
১৩ শহিদ গেন্দ্র চন্দ্র কর্মকার অজ্ঞাত গোবিন্দপুর/লক্ষীপুর
১৪ শহিদ মাখন লাল কর্মকার অজ্ঞাত গোবিন্দপুর/লক্ষীপুর, গাইবান্ধা
১৫ শহিদ বিমল চন্দ্র দাস শ্যামাচরণ দাস ফলিয়া/বোয়ালিয়া, গাইবান্ধা
১৬ শহিদ সুরেন সরদার অজ্ঞাত ভাটপাড়া, রামচন্দ্রপুর, গাইবান্ধা
১৭ শহিদ বিনোদ বিহারী দে মহিম চন্দ্র দে খামার বোয়ালী, গাইবান্ধা
১৮ শহিদ ননী গোপাল দেব মহিম চন্দ্র দেব খামার বোয়ালী, গাইবান্ধা
১৯ শহিদ অমরেশ চন্দ্র দেব নরেশ চন্দ্র দেব খামার বোয়ালী, গাইবান্ধা
২০ শহিদ অমর লাল চাকী অনন্ত লাল চাকী খামার বোয়ালী, গাইবান্ধা
২১ শহিদ বিজন বিহারী দত্ত ব্রজ বিহারী দ্ত্ত বাসুদেবপুর/বরিশাল
২২ শহিদ রাখাল চক্রবর্তী শ্যামাচরণ চক্রবর্তী বাসুদেবপুর/বরিশাল
২৩ শহিদ নিতাই দত্ত হরলাল দ্ত্ত বাসুদেবপুর/বরিশাল
২৪ শহিদ ভূবন চন্দ্র অজ্ঞাত বাসুদেবপুর/বরিশাল
২৫ শহিদ ক্ষিতিশ চন্দ্র খোকারাম বাসুদেবপুর/বরিশাল
২৬ শহিদ সদু সমরেশ মিস্ত্রী বোনারপাড়া, সাঘাটা, গাইবান্ধা
২৭ শহিদ যোগেন্দ্র নাথ সরকার উপাসু রাম সরকার তারাপুর, সুন্দরগঞ্জ, গাইবান্ধা
২৮ শহিদ খগেন্দ্র নাথ অজ্ঞাত অজ্ঞাত
২৯ শহিদ মহেষ মন্ডল মাঝি অজ্ঞাত অজ্ঞাত

(পূর্ণাঙ্গ তালিকা নয়)

সূত্র: উত্তর রণাঙ্গনে সংখ্যালঘু গণহত্যা ও নারী নির্যাতন– এসএম আব্রাহাম

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!