আইনজীবী হত্যা
রংপুরে আইনজীবী হিসেবে খ্যাতিমান ছিলেন অনেকেই। তার মধ্যে হিন্দু সম্প্রদায়ের কয়েকজন বেশ সুনামের অধিকারী ছিলেন। যাঁদের মধ্যে প্রগতিশীলতা ছিল। ওই সকল আইনজীবী শুধু পেশাগত জীবনে সীমাবদ্ধ ছিলেন সেটিই নয় তারা সমাজ, রাজনীতি ও সংস্কৃতি নিয়েও ভাবতেন। রাজনীতিতে কিংবদন্তি হয়ে ওঠেন এডভোকেট মণিকৃষ্ণ সেন। তিনি দেশ মাতৃককার টানে পেশাগত জীবন পরিত্যাগ করে দেশের জন্য সমগ্রজীবনকাল আত্মোৎসর্গ করেছিলেন। যিনি একাত্তরে উত্তর রণাঙ্গনে মহান মুক্তিযুদ্ধে অশেষ অবদান রেখেছিলেন। একাত্তরে মুক্তিযুদ্ধের শুরুতেই তিনজন আইনজীবী পাকিস্তানিদের হাতে বন্দি হন। এর মধ্যে শিবেন মুখার্জীকে দিনাজপুরে নিয়ে যায়। সেখানে বন্দি থাকাবস্থায় তিনি শহিদ হন। অন্যরা রংপুর শহরেই জীবনদান করেন। পাখি মৈত্র ঘোর বিপদেও বাড়ি থেকে কোথাও যান নাই। তিনি এবং তাঁর দুই পুত্রও একাত্তরে পাকিস্তানিদের হত্যার শিকার হন।
ক্র. | শহিদের নাম | পিতার নাম | ঠিকানা |
১ | শহিদ এডভোকেট বিজয় চন্দ্র মৈত্র (পাখি মৈত্র) | অজ্ঞাত | গুপ্তপাড়া, রংপুর |
২ | শহিদ এডভোকেট পূর্ণ চন্দ্র সরকার | অজ্ঞাত | লিচু বাগান, রংপুর |
৩ | শহিদ এডভোকেট শিবেন্দ্র মুখার্জী | অজ্ঞাত | রংপুর শহর, রংপুর |
সূত্র: উত্তর রণাঙ্গনে সংখ্যালঘু গণহত্যা ও নারী নির্যাতন– এসএম আব্রাহাম