বদরগঞ্জ ঝাড়ুয়ার বিল গণহত্যা
একদিকে যখন ১৭ এপ্রিল সমগ্র বাঙালি জাতির আনন্দের দিন। মুক্তিযুদ্ধের সফল পরিণতির জন্য মুজিবনগর সরকার গঠন করে তার শপথ অনুষ্ঠিত হয়। এ ধরনের সরকার গঠন পাকিস্তানিদের আরও নৃশংস করে তোলে। তাদের হিংস্র থাবা রংপুরবাসীর চরম সর্বনাশ করেছিল।
পাকসেনারা ওইদিন বদরগঞ্জে সংঘটিত করে ইতিহাসের সবচেয়ে নারকীয় গণহত্যা। যা ঝাড়ুয়ার বিল গণহত্যা নামে পরিচিত। ওইদিন পাকবাহিনী রংপুর সেনানিবাস থেকে রামনাথপুর এলাকায় আসে। তাদের সাথে থাকে পাকিস্তানি দালাল কুখ্যাত যুদ্ধাপরাধী এটিএম আজাহারুল ইসলাম। অন্যদিকে প্রায় একই সময়ে ট্রেনযোগে পাবর্তীপুর দিক থেকে আসে পাক আর্মি আর একটি দল। উভয় দল মিলিতভাবে ওই এলাকার ৮টি মৌজা ঘেরাও করে। তারা সেদিন প্রায় ১৫ শত নিরীহ গ্রামবাসী এবং ভারতমুখী বিপুল সংখ্যক শরণার্থীদের ঝাড়ুয়ার বিল ও পদ্মপুকুরে হত্যা করে। এটিএম আজাহারুল ইসলাম এ গণহত্যায় সরাসরি যুক্ত ছিলেন। তিনিই ছিলেন এ গণহত্যার নকশা প্রণয়নকারী। তার বাড়ি ঝাড়ুয়ারবিলের নিকটবর্তী হওয়ায় তিনি এ অঞ্চলের মানুষের মুক্তির আকাঙ্ক্ষার কথা জানতেন। এলাকার মুক্তিপাগল মানুষের কর্মতৎপরতাও তার গোচরে ছিল। এই মুক্তিপাগল জনতাকে দমাতেই বর্বর খানসেনারা এই গণহত্যা করেছিল। এই গণহত্যায় আজাহারুল ইসলামের নেতৃত্বে নিকটবর্তী ওসমানপুর, লোহানী পাড়া এবং বিষ্ণুপুর এর রাজাকাররা বিশেষ ভূমিকা রাখে। ঝাড়ুয়ার বিল ও পদ্মপুকুর এলাকায় পাকহানাদার বাহিনী ও তাদের দোসরদের হত্যার শিকার যারা হয়েছিলেন তাদের সবাই স্থানীয় ছিলেন না। ফলে নিহত ১৫ শত বাঙালি হলেও সকলের পরিচয় জানা যায় নাই। ঝাড়ুয়ারবিল ও পদ্মপুকুর গণহত্যায় সেদিন বিপুল সংখ্যক হিন্দু ও নারী গণহত্যার শিকার হন। তাঁদের মধ্যে যাঁদের নাম পাওয়া গেছে তাদের একটি বিবরণ দেয়া হলো—
ক্র. | শহিদের নাম | পিতার নাম/স্বামী | ঠিকানা |
১ | শহিদ জান্নাতুন নেছা | মোহর উদ্দীন | খালিসা হাজাপুর, কুটিরপাড় |
২ | শহিদ জোহরা খাতুন | আব্দুর রহিম | খালিসা হাজাপুর, কুটিরপাড় |
৩ | শহিদ নাজিরা বেগম | স্বামী-মোঃ সমছের আলী | খালিসা হাজাপুর, কুটিরপাড় |
৪ | শহিদ সাজেদা খাতুন | মোঃ সোলায়মান | হাজীপুর পাইকারপাড়া |
৫ | শহিদ নাজিরা খাতুন | মোঃ আজিজার রহমান | হাজীপুর পাইকারপাড়া |
৬ | শহিদ সাফিয়া খাতুন | মোঃ মফিজ উদ্দীন | হাজীপুর পাইকারপাড়া |
৭ | শহিদ আফতারোন নেছা | মোঃ মাতাজ উদ্দীন | হাজীপুর পাইকারপাড়া |
৮ | শহিদ মমেজা খাতুন | মোঃ শফি উদ্দীন | রামকৃষ্ণপুর খিয়ারপাড়া |
৯ | শহিদ লাভলী খাতুন | মোঃ ফজর উদ্দীন | রামকৃষ্ণপুর খিয়ারপাড়া |
১০ | শহিদ সাহিদা খাতুন | মোঃ আফজাল হোসেন | রামকৃষ্ণপুর খিয়ারপাড়া |
১১ | শহিদ মোসলেমা খাতুন | মোঃ মজিবর রহমান | রামকৃষ্ণপুর খিয়ারপাড়া |
১২ | শহিদ সাজেদা খাতুন | স্বামী-সোলেমান | রামকৃষ্ণপুর ঝাকুয়াপাড়া |
১৩ | শহিদ ফুতালা বেগম | নজির সরদার | রামকৃষ্ণপুর সরকারপাড়া |
১৪ | শহিদ রাহেলা খাতুন | মোঃ আশরাফ আলী | খোর্দ্দ বাঘমারা |
১৫ | শহিদ মরিয়ম নেছা | মোঃ ইয়াকুব আলী | উত্তর মুকসেদপুর ধাপপাড়া |
১৬ | শহিদ ছরিজোন নেছা | ভরসা সরকার | উত্তর রামনাথপুর হাজীপাড়া |
১৭ | শহিদ চিনিমাই | আশরাফ আলী | উত্তর রামনাথপুর হাজীপাড়া |
১৮ | শহিদ আমেনা খাতুন | অজ্ঞাত | উত্তর রামনাথপুর হাজীপাড়া |
১৯ | শহিদ বালা পোন | স্বামী-কফিল উদ্দিন | বুদা হাজীপাড়া |
২০ | শহিদ রাবেয়া | কফিল উদ্দিন | বুদা হাজীপাড়া |
২১ | ফুরকুনি | কফিল উদ্দিন | বুদা হাজীপাড়া |
২২ | শহিদ রফিয়া | কফিল উদ্দিন | বুদা হাজীপাড়া |
২৩ | শহিদ রোকেয়া | কফিল উদ্দিন | বুদা হাজীপাড়া |
২৪ | শহিদ মমেনা | কফিল উদ্দিন | বুদা হাজীপাড়া |
২৫ | শহিদ মোসলেমা খাতুন | মজিবর রহমান | বুদা হাজীপাড়া |
২৬ | শহিদ তন্বী | মজিবর রহমান | বুদা হাজীপাড়া |
২৭ | শহিদ হালিমা খাতুন | স্বামী-আব্দুল বারী | বুদা হাজীপাড়া |
২৮ | শহিদ লুতফা খাতুন | আজগার আলী | বুজরুক হাজীপুর |
২৯ | শহিদ জোৎস্না বেগম | অজ্ঞাত | রামকৃষ্ণপুর বানিয়া পাড়া |
৩০ | শহিদ ফাতেমা খাতুন | অজ্ঞাত | রামকৃষ্ণপুর বানিয়া পাড়া |
৩১ | শহিদ শাজজাদী বেগম | অজ্ঞাত | রামকৃষ্ণপুর বানিয়া পাড়া |
৩২ | শহিদ রাহেলা খাতুন | রাহেলা খাতুন | রামকৃষ্ণপুর বানিয়া পাড়া |
৩৩ | শহিদ আঞ্জুয়ারা বেগম | অজ্ঞাত | রামকৃষ্ণপুর বানিয়া পাড়া |
৩৪ | শহিদ মঞ্জুয়ারা | অজ্ঞাত | রামকৃষ্ণপুর বানিয়া পাড়া |
৩৫ | শহিদ আখতারা খাতুন | অজ্ঞাত | রামকৃষ্ণপুর বানিয়া পাড়া |
৩৬ | শহিদ নালো বেগম | অজ্ঞাত | রামকৃষ্ণপুর বানিয়া পাড়া |
৩৭ | শহিদ মনজিলা খাতুন | অজ্ঞাত | রামকৃষ্ণপুর বানিয়া পাড়া |
৩৮ | শহিদ আফজালুন বেগম | অজ্ঞাত | রামকৃষ্ণপুর বানিয়া পাড়া |
৩৯ | শহিদ মমেজা খাতুন | স্বামী-ছফি উদ্দিন | ঘাটাবিল খিয়ারপাড়া |
৪০ | শহিদ সহিদা | স্বামী-আফজাল | ঘাটাবিল খিয়ারপাড়া |
৪১ | শহিদ ছবিলা | ছফি উদ্দিন | ঘাটাবিল খিয়ারপাড়া |
৪২ | শহিদ লালমাই | ফজর মিয়া | ঘাটাবিল খিয়ারপাড়া |
৪৩ | শহিদ ফাতেমা | স্বামী-মাহাতাব | ঘাটাবিল খিয়ারপাড়া |
৪৪ | শহিদ মোছলেমা | স্বামী-কহর মিয়া | ঘাটাবিল খিয়ারপাড়া |
৪৫ | শহিদ আনজু আরা | স্বামী-হবি মিয়া | ঘাটাবিল খিয়ারপাড়া |
৪৬ | শহিদ মুনজা খাতুন | স্বামী-সাহাজ মিয়া | ঘাটাবিল খিয়ারপাড়া |
৪৭ | শহিদ টুল্লী মাই | অজ্ঞাত | ঘাটাবিল খিয়ারপাড়া |
৪৮ | শহিদ সমজান | মজিবর রহমান | ঘাটাবিল খিয়ারপাড়া |
৪৯ | শহিদ ফুতালী | স্বামী-নজির হোসেন | রামকৃষ্ণপুর বালাপাড়া |
৫০ | শহিদ ফুলজান মাই | কফিল উদ্দিন | ঘাটাবিল কুঠিরপাড়া |
৫১ | শহিদ আছরা | কফিল উদ্দিন | ঘাটাবিল কুঠিরপাড়া |
৫২ | শহিদ এনতেজা খাতুন | কফিল উদ্দিন | ঘাটাবিল কুঠিরপাড়া |
৫৩ | শহিদ মাজেদা | কফিল উদ্দিন | ঘাটাবিল কুঠিরপাড়া |
৫৪ | শহিদ আনিফা | কফিল উদ্দিন | ঘাটাবিল কুঠিরপাড়া |
৫৫ | শহিদ হামিদা | স্বামী-আঃ বারী | কিশামত ঘাটাবিল |
৫৬ | শহিদ ললিত চন্দ্র রায় | মৃত গোপী চন্দ্র রায় | বুজরুক হাজীপুর |
৫৭ | শহিদ ভবানী চন্দ্র বিশ্বাস | মৃত রাজচন্দ্র বিশ্বাস | বুজরুক হাজীপুর |
৫৮ | শহিদ বংশ চন্দ্র বিশ্বাস | রাজচন্দ্র বিশ্বাস | বুজরুক হাজীপুর |
৫৯ | শহিদ ললিত চন্দ্র | মৃত কিনা চন্দ্র | বুজরুক হাজীপুর |
৬০ | শহিদ হরিপদ | মৃত কিনা চন্দ্র | বুজরুক হাজীপুর |
৬১ | শহিদ অনিল চন্দ্র | দারিক বাবু | বুজরুক হাজীপুর |
৬২ | শহিদ প্রাণকৃষ্ণ মাস্টার | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৬৩ | শহিদ রামেন্দু | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৬৪ | শহিদ গনেশ চন্দ্র | গনেশ চন্দ্র | বুজরুক হাজীপুর |
৬৫ | শহিদ ডাক্তার শশী আক্তার | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৬৬ | শহিদ আনন্দ মোহন | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৬৭ | শহিদ রামানন্দ | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৬৮ | শহিদ তারুণী (ব্যাঙ) | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৬৯ | শহিদ অনীল মাস্টার | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৭০ | শহিদ হরলোচন শীল | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৭১ | শহিদ ললিন শীল | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৭২ | শহিদ হরিপদ | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৭৩ | শহিদ প্যানো শীল | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৭৪ | শহিদ শশী মহন্ত | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৭৫ | শহিদ বিরহ মহন্ত | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৭৬ | শহিদ মনমহন্ত | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৭৭ | শহিদ মহিন্দ্র | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৭৮ | শহিদ শুকরা | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৭৯ | শহিদ মন্টু মহন্ত | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৮০ | শহিদ বিনোদ মহন্ত | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৮১ | শহিদ বাবু মহন্ত | বিনোদ মহন্ত | বুজরুক হাজীপুর |
৮২ | শহিদ পেরী মোহন | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৮৩ | শহিদ শশী মোহন | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৮৪ | শহিদ শ্যামাপদ | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৮৫ | শহিদ গোরা জোত্যিষ | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৮৬ | শহিদ নরেণ | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৮৭ | শহিদ রূপনারায়ণ | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৮৮ | শহিদ ভবানী চন্দ্র | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৮৯ | শহিদ ললিত দাস | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৯০ | শহিদ চয়ন দাস | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৯১ | শহিদ পুলিন দাস | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৯২ | শহিদ প্রাণকৃষ্ণ সুত্রধর | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৯৩ | শহিদ দর্প চন্দ্র | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৯৪ | শহিদ মৃত্যুঞ্জয় | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৯৫ | শহিদ কেশব চন্দ্র | অজ্ঞাত | বুজরুক হাজীপুর |
৯৬ | শহিদ অভয় চন্দ্র | অজ্ঞাত | রামকৃষ্ণপুর বানিয়া পাড়া |
৯৭ | শহিদ উন্মা চৌকিদার | অজ্ঞাত | রামকৃষ্ণপুর বানিয়া পাড়া |
৯৮ | শহিদ কুমারেশ চন্দ্র | ভূপেন চন্দ্র | কিশামত ঘাটাবিল |
৯৯ | শহিদ মহেষ চন্দ্র | ভেলসু চন্দ্র | কিশামত ঘাটাবিল |
১০০ | শহিদ রতন চন্দ্র | ভাদুরাম | কিশামত ঘাটাবিল |
১০১ | শহিদ বীরেন চন্দ্র | ভাদুরাম | কিশামত ঘাটাবিল |
১০২ | শহিদ গণেশ চন্দ্র | ভাদুরাম | কিশামত ঘাটাবিল |
১০৩ | শহিদ ধীরেন | অজিত | কিশামত ঘাটাবিল |
১০৪ | শহিদ উপেন | বুদারু | কিশামত ঘাটাবিল |
১০৫ | শহিদ দেবেন্দ্র নাথ | চন্ডিপ্রসাদ | ঘাটাবিল |
১০৬ | শহিদ হরেন্দ্র নাথ সরকার | অজ্ঞাত | ঘাটাবিল |
(পূর্ণাঙ্গ তালিকা নয়)
সূত্র: উত্তর রণাঙ্গনে সংখ্যালঘু গণহত্যা ও নারী নির্যাতন- এসএম আব্রাহাম