রাধাবল্লভ গ্রামে নারী নির্যাতন ও লুটতরাজ
১৯৭১ এর ১৬ মে তারিখে পাকিস্তানিরা ব্যাপক ত্রাস কায়েম করে। রাধাবল্লভ গ্রামের অনেকেই বিভিন্ন এলাকায় গিয়ে প্রাণ রক্ষা করেছেন। যারা যেতে পারেননি তারা গ্রামেই লুকোচুরি করে পালিয়েছিলেন। পাকিস্তানিরা তাদের দালালদের মাধ্যমে সে খবর পেয়ে যায়। তারা রংপুরের স্থানীয় দালালদের সহযোগিতায় রাধাবল্লভ গ্রামে ব্যাপক তল্লাশী চালায়। শুধু তাই নয় তারা নারীদের উপর পৈশাচিক নির্যাতন করে। বহু নারী নরপশুদের লালসার শিকার হন। দালাল ও পাকিস্তান সৈন্যরা এলাকার বহু বাড়ি ঘরে ব্যাপক লুটতরাজ করে।
সূত্র: উত্তর রণাঙ্গনে সংখ্যালঘু গণহত্যা ও নারী নির্যাতন- এসএম আব্রাহাম