You dont have javascript enabled! Please enable it!

ওপার বাঙলার পাশে এপার বাঙলা

কলকাতা, ২০ এপ্রিল (নিজস্ব) গত রবিবার ওয়েস্ট বেঙ্গল নন রেজিস্টার্ড ডক্টরস এসােসিয়েশনের আয়ােজিত এক সভায় বাংলাদেশে পাক ববরতার তীব্র নিন্দা করে এক প্রস্তাব নেওয়া হয়।
প্রস্তাবে অবিলম্বে বাঙলাদেশ সরকারকে স্বীকৃতির দাবি জানিয়ে ভারত সরকারের কাছে দাবি জানানাে হয়।
এসােসিয়েশনের সদস্যরা মুক্তিযােদ্ধাদের সাহায্যার্থে অর্থদানের সংকল্প গ্রহণ করেন। সভায় পৌরােহিত্য করেন ডা: এস, বসু।

পঃবঃ খাদ্য ও সরবরাহ বিভাগ কর্মচারী সমিতি
পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ বিভাগ কর্মচারী সমিতির মেদিনীপুর জেলা শাখা গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত এক সভা থেকে অবিলম্বে স্বাধীন বাঙলাদেশ সরকারকে স্বীকৃতি দেবার দাবি ভারত সরকারের কাছে জানিয়েছেন।
বাঙলাদেশের মুক্তি সংগ্রামী, বুদ্ধিজীবী, নারী, শিশু ও সাধারণ মানুষের উপর ইয়াহিয়া খানের সৈন্যদের বর্বর অত্যাচারের প্রতি সভা থেকে ধিক্কার জানানাে হয়।
মুক্তিফৌজের সাহায্যার্থে প্রত্যেক কর্মচারী ৫ টাকা অর্থ সাহায্য দেওয়ার প্রস্তাব গ্রহণ করেন।
হাসনাবাদে জনসভা
বিলম্বে প্রাপ্ত এক সংবাদে জানা গেল সে বাঙলাদেশের মুক্তি সংগ্রামের সমর্থনে গত ৩১ মার্চ হাসনাবাদ থানা এলাকার সফল ধর্মঘট এবং রামেশ্বরপুর রাসখােলার মাঠে একটি জনসভা অনুষ্ঠিত হয়। ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে থানা সহায়ক কমিটি গঠন করা হয়েছি।

সূত্র: কালান্তর, ২১.৪.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!