মোহাম্মদ সফিকউল্লাহ, কর্ণেল (অব.) বীর প্রতীক (১৯৪১-২০০৮ )
মোহাম্মদ সফিকউল্লাহ’র জন্ম কুমিল্লার চান্দিনা থানার কৈলানে।ঝিনাইদহ ক্যাডেট কলেজ বাংলার অধ্যাপক হিসেবে শুরু করেছিলেন কর্মজীবন। ১৯৭১ সালে অধ্যাপনা ছেড়ে যোগ দেন মুক্তিযোদ্ধ। মেহেরপুর, চুয়াডাঙ্গায় বেশকিছু গুরিত্বপৃর্ণ যুদ্ধে অংশগ্রহণ করেন। পরে ৮ নং সেক্টরে ‘ই’ কোম্পানিসহ ৫ নং গেরিলা ইউনিটের নেতৃত্ব দেন। যুদ্ধে আহত হন। মুক্তিযোদ্ধে বীরত্বপৃর্ণ অবদানের জন্য লাভ করেন বীর প্রতীক খেতাব।
স্বাধীনতার পর সেনাবাহিনীতে যোগ দেন এবং কর্ণেল হিসেবে অবসর গ্রহণ করেন। মুক্তিযুদ্ধ নিয়ে পাঁচটি বি লিখেছেন-মুক্তিযোদ্ধে বাংলার নারী, একাত্তরের রণাংনঃ গেরিলা যুদ্ধ ও হেমায়েত বাহিনী, মুক্তিযোদ্ধে চট্রগ্রাম, মুক্তিযোদ্ধে নৌকমান্ডো ও মুক্তিযোদ্ধে আট নম্বর সেক্টর ! ২০০৮ সালে ঢাকায় পরলোকগমন করেন।
মুনতাসীর মামুন
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত