You dont have javascript enabled! Please enable it! মহসীন উদ্দিন আহমেদ, বীর বিক্রম (১৯৩৯-১৯৮১ ) - সংগ্রামের নোটবুক

মহসীন উদ্দিন আহমেদ, বীর বিক্রম (১৯৩৯-১৯৮১ )

মহসীন উদ্দিন আহমেদ ১৯৩৯ সালে মুন্সিগঞ্জে জেলার শ্রীনগর থানায় জন্মগ্রহন করেন। গ্রামের নাম দামলা। তাঁর পিতার নাম মৌঃ মরহুম মহিউদ্দিন আহমেদ এবং মা বেগম নুরুন নাহার। লেখাপড়া করেন ঢাকা আরমানিটোলা হাইস্কুল, আজম কলেজ এবং ঢাকা কলেজ। কৈশোরে ভালো ফুটবল খেলতেন মহসীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ পড়ার সময় সামরিক বাহিনীতে যোগ দেন তিনি। ক্যাপ্টেন ছিলেন পাকিস্তান সেনাবাহিনীতে এবনহ কর্মরত ছিলেন চট্রগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে। ২৭ মার্চ ১৯৭১ প্রথমে ২ নং সেক্টরে এবং পরে জেড ফোর্সে যুদ্ধ করেন তিনি। তিনি ছিলেন কোম্পানি কমান্ডার। বৃহত্তর সিলেট, ময়মনসিংহ, রৌমারী দেওয়ানগঞ্জ, ছাতক ও সিলেটের উত্তর-পশ্চিমসহ বিভিন্ন স্থানে পাকিস্তানী সৈন্য ও তাদের তাবেদার বাহিনী রাজাকার, আল-শামস, বদরবাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে তিনি সাহসিকরাত পরিচয় দেন ১৫ডিসেম্বর সিলেটের ছাতকে এক রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধে বিশেষ সুখ্যাতি লাভ করেন। স্বাধীনতাযুদ্ধে বীরত্বপূর্ণ সাহসিকতার জন্য ক্যাপ্টেন মহসীন উদ্দিন আহমেদ ‘বীর বিক্রম’ উপাধিতে ভূষিত হন। পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে বিগ্রেডিয়ার হন।
১৯৮১ সালে রাষ্ট্রপতি ও লে. জেনারেল জিয়াউর রহমানকে হত্যার অভিযোগে ব্রিগেডিয়ার মহসীন উদ্দিন আহমেদ বীর বিক্রমকে রাজসাহী জেলে ফাঁসি দেওয়া হয়।
রিয়াজ আহমেদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত