বাংলাদেশ নৌবাহিনী
১৯৭১ সালের জুলাই মাসে সেক্টর কমান্ডারদের কনফারেন্সের ঘোষণা অনুসারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অধীনে বাংলাদেশ নৌবাহিনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। তখন বহু বাঙালি অফিসার ও নাবিক পাকিস্তান ত্যাগ করে দেশ এসে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। ভারত থেকে প্রাপ্ত ‘পদ্মা’ ও ‘পলাশ’ নামের ছোট দুটি গানবোট এবং ৪৯ জন নাবিক নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর নির্ভিক ডুবুরীদল সমুদ্র ও নদী বন্দর সমূহে বিধ্বংসী আক্রমণ পরিচালনা করে যা ‘অপারেশন জ্যাকপট’ নামে পরিচিত ছিল।
[৭০১] তপন পালিত
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত