হিঁয়াকুর অপারেশন, চট্টগ্রাম
চট্টগ্রামের হিয়াকু অঞ্চল উত্তরে রামগড়, দক্ষিণে নাজিরহাট, পূর্বে মস্তাননগর ও পশ্চিমে মহালছড়ির মশ্যখানে অবস্থিত। এখানে ২৯ এপ্রিল,১৯৭১ এ যুদ্ধ হয় পাকবাহিনীর সাথে পাকসেনাদের ১টি দল করেরহাট হিয়াকু হয়ে রামগড়ের দিকে এগোতে থাকলে মেজর জিয়ার নির্দেশ মুক্তিবাহিনী রামগড়ে পৌছায়। অন্যদিকে পাকবাহিনীর অন্যদল হিয়াকুল দিকে এগোতে থাকলে হিয়াকুতে অবস্থিত মুক্তিযোদ্ধাদের সাথে সংঘর্ষ শুরু হয়। হিয়াকুত মুক্তিবাহিনীর প্রতিরোধের মুখে পাকবাহিনী ব্যর্থ হয়। তবে তারা নতুন উদ্যমে আক্রমণ করে। ২ঘন্টাব্যাপী যুদ্ধে মুক্তিযোদ্ধারা হিয়াকু ছেড়ে চিকনছড়ায় অবস্থান গ্রহণ করে। যুধে ক্যাপ্টেন অলি, ক্যাপ্টেন এজাজ, লে. মাহফুজ সহ অংশগ্রহণ করেন দুই কোম্পানি সৈনিক।
[৫৯৭] কে.এম.আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত