হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিস্ফোরণ, ঢাকা
১৯৭১ সালের ৯জুন ঢাকার গেরিলা অপারেশন চালানো হয় হোটেল আন্টারকন্টিনেন্টাল যা বর্তমানে হোটেল শেরাটন (রূপসী বাংলা) নামে পরিচিত। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে হোটেল প্রিন্স সদরুদ্দিন আগা খানসহ আরও কিছু বিদেশী প্রতনিধীদের কাছে পাকবাহিনী তুলে ধরতে চেয়েছিল শুধুমাত্র সীমান্ত এলাকা ব্যতীতঢাকা ও এর আশেপাশে এলাকার জীবনযাত্রা হচ্ছে স্বাভাবিক ও শান্তিপূর্ণ। তাই ঐ হোটেলে আগত বিদেশী প্রতিনিধিদেরকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে একটি সঠিক ধারণা দেওয়ার জন্য গেরিলারা হোটেল আক্রণের পরিকল্পনা করে। হোটেল প্রাঙ্গণটি সংবাদিক ও প্রতিনিধিদের সম্মানে আয়োজিত নৈশভোজের সময় গেরিলারা হোটেল প্রাঙ্গণটি আক্রমণের সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী ৯ইজুন সন্ধ্যা ৭.৩০ মিনিটে গেরিলারা হোটেলের সামনে দন্ডায়মান বিশ্বব্যাংকের গাড়ির ওপর একটি ও হোতেলের বারান্দায় পরপর দুটি গ্রেনেড ছোড়ে। সাথে সাথেই হোটেলে আগতত লোকজনের আর্তচিৎকার শুরু হয়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই গেরিলারা দ্রুত গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, চুন্নু, স্বপ্ন, জিয়া, আলম ও বাদল প্রমুখ মুক্তিযোদ্ধা এই অপারেশনে অংশগ্রহণ করে।
[৫৯৪] তানজিলা তওহিদ
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত