You dont have javascript enabled! Please enable it!

হরিরামপুরের হরিণা ক্যাম্প আক্রমণ, মানিকগঞ্জ

মানিকগঞ্জ জেলাসদর থেকে দক্ষিণে পদ্মা নদীর পাড়ে হরিরামপুর থানা অবস্থিত। হরিরামপুরের হরিণা ক্যাম্প ছিল এলাকার সবপচেয়ে বড় পাকিস্তানী ক্যাম্প। ৬০ জন নিয়মিত বাহিনীর সদস্য ও ৪০জন ইপিআর ও রাজাকার নিয়ে হরিণা ক্যাম্পের সদস্য সংখ্যা ছিল ১০০ জন। এই হরিণা ক্যাম্প আক্রমণের উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা সাংগঠনিক তৃতীয় কমান্ডার মীর মশারফ হোসেন, লিয়াকত হোসেন খান, গোলাম মহিউদ্দিন এবং হাসান ইমাম ইপিআর এর সদস্য লালমিয়ার সাথে গোপনে এইমর্মে চুক্তিবদ্ধ হন যে, হরিণা ক্যাম্প দখলে ইপিআর সদস্যরা মিক্তিবাহিনীকে সাহায্য করবে। ১৯৭১ এর ১৩ অক্টোবর আনুমানিক বিকেল ৪টার সময়। পূর্বপরিকল্পনা অনুযায়ী প্রায় ১৫০ জন মুক্তিযোদ্ধা হরিণা ক্যাম্প আক্রমণ করেন। এসময় দু’জন পাঠান সৈন্যও তাদের ব্যক্তিগত ক্ষোভের কারণে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দেয়। মুক্তিযোদ্ধারা হরিণা ক্যাম্প সংলগ্ন ওয়ারলেস অফিসে আগুন লাগিয়ে দেন। এসময় মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান শহীদ হন ও বজলুর হুদা পাননু আহত হন। তারা সিও অফিসও দখল করেন। হরিণা ক্যাম্প অভিযানে প্রায় ৬০ জন পাক্সেন্স নিহত হয়।
[৫৯৪] তানজিলা তওহিদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!