You dont have javascript enabled! Please enable it!

হরিসর্দার বাজারের যুদ্ধ-১, কুমিল্লা

৪অক্টোবর সকাল ৫টায় লেঃ ইমামুজ্জামানের নেতৃত্বে চৌদ্দগ্রামের ৫মাইল উত্তরে হরিসর্দার বাজারে পাকসেনাদের অবস্থানের উপর ১০৬ এসএম আরও ৮১ এম এম মর্টারের সাহায্যে আক্রমণ চালিয়ে শত্রুদের ৭টি বাংকার ধ্বংস করে ২৫জন পাকসেনা ও ৭জন রাজাকারকে হতাহত করে। মুক্তিযোদ্ধারা চৌদ্দগ্রামের তিন মাইল দক্ষিণে একটি সেতুও ধ্বংস করে দেয়। ৪ ও ৫ অক্টোবর কুমিল্লা উত্তরে আজামুর ও জামবাড়ী এলাকায় মুক্তিবাহিনীর গেরিলারা পাকসেনাদের বেশ ক’টি টহলদারী দলকে আক্রমণ করে ১৫জনকে হত্যা ও ২০ জনকে আহত করে। এতে মুক্তিবাহিনীর একজন শহীদ ও একজন আহত হয়। কুমিল্লা গোমতী নদীর বাঁধে মাইন পুঁতে পাকসেনাদের ১টি জীপ ধ্বংস করে। ফলে একজন অফিসারসহ তিনজন পাকসেনা নিহত হয়। এছাড়া রামচন্দ্রপুর এবং বাংগরা ডাকঘর জ্বালিয়ে দেয়া হয়।
[১৮] আবুল কাশেম হৃদয়

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!