You dont have javascript enabled! Please enable it! 1971.09.08 | সোনাপুর যুদ্ধ, নোয়াখালী - সংগ্রামের নোটবুক

সোনাপুর যুদ্ধ, নোয়াখালী

মুক্তাঞ্চল নান্দিয়াপাড়া দখলের৪ জন্য পাকিস্তানী বাহিনী গজারিয়া যুদ্ধে পরাজিত হয়ে ভিন্ন পথে অগ্রসর হওয়ার পরিকল্পনা নেয়। ৮ সেপ্টেম্বর নোয়াখালীর সোনাপুর নামক স্থান নিয়ে শতাধিক পাকিস্তানী সৈন্য রাজাকার সমেত প্রবেশের চেষ্টা চালায়। সিপাহি অলিউল্লাহ নামক এক সাহসী যোদ্ধার নেতৃত্বে ১০ জন মুক্তিযোদ্ধা প্রতিরোধ গড়ে তোলেন। সিপাহি অলিউল্লাহ তার এলএমজি দিয়ে দীর্ঘক্ষণ যুদ্ধ করা পর গুলি শেষ হয়ে যায়। এমতাবস্থায় অলিউল্লাহ সহকর্মীরা গুলি সংগ্রহ করে পুনরায় প্রতিযোধ যুদ্ধে অংশ নিলেও অলিউল্লাহ এ যুদ্ধে শহীদ হন।
[৭] মোঃ জাহাঙ্গীর আলম

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত