সোনাপুর-মাঝপাড়ার যুদ্ধ, মেহেরপুর
২০ সেপ্টেম্বর গভীর রাতে প্রায় ৩০০ পাকসেনা সোনাপুর-মাঝপাড়ায় মুক্তিযোদ্ধা অবস্থানের ওপর আক্রমণ চালায়। এই এলাকা অনেকদিন থেকেই মুক্ত এলাকা বলে গণ্য হয়ে আসছিল। কিন্তু হঠাৎ পাকসৈন্যের বিশাল বহর এসে চারিদিকে ঘিরে ধরলে মুক্তিযোদ্ধারা প্রবল গুলিবর্ষণের মাধ্যমে নিজেদের সরিয়ে নিতে সক্ষম হয়। ৪ জন পকসৈন্য নিহত এবং অনেকে আহত হয়। আনন্দবাসের আফসার আলী এবং চুয়াডাঙ্গার রবিউল হক নামে দু’জন মুক্তিযোদ্ধা শহীদ হয়। আরশদ, রবিউল ও হুছেন বিশ্বাস নামে তিনজন সাধারণ মানুষও এদিন শহীদ হয়। নিয়মিত বাহিনীর একজন সদস্য আহত হয়। এ দিন মুক্তিবাহিনী বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ হারায়।
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত