সোনারগাঁ আনন্দবাজার মেঘনা নদীর ওপর অপারেশন, নারায়ণগঞ্জ
নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বন্দরের রোকানুদ্দীন, নুরুল ইসলাম মাস্টার, এসহাকে মোল্লা,আবুল কাশেম,সেলিমের গ্রুপ মো. নুরুল ইসলাম,হাতাবউদ্দীন,মোশারফ হোসেন খান,আজাদ খান,কাজী নাসির,মো. রফিক,মো. নুরুল হক,মাইনুদ্দীন,মো. শফি,দীন মোহাম্মদ, দীন ইসলাম,শাহেন শাহ,সোনারগাঁর মাসুদের গ্রুপ ও আব্দুল মালেকের গ্রুপ মিলিত হয়ে যৌথভাবে সোনারগাঁ থানার আনন্দবাজার ঘাট থেকে নৌকায় চড়ে এক কিলোমিটার দূরে যায়। মুক্তিযোদ্ধারা নারায়ণগঞ্জের সোনারগাঁ আনন্দবাজারে থাকা অবস্থায় কুরিয়ার মারফত সংবাদ পান,নারায়ণগঞ্জ থেকে বার্জে করে কাঁচা পাট, পাটের বেল ও চায়ের প্যাকেট চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রা করেছে। সাথে সাথে মুক্তিযোদ্ধারা এই মালামাল পাকসেনাদের কাছ থেকে ছিনিয়ে নেবার জন বার্জে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। বার্জে অতর্কিত হামলা চালালে পাকসেনারা মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও জনসাধারণের মধ্যে বন্টন করেন। বাংলাদেশ সরকারকে মোটা অঙ্কের টাকা প্রদান করা হয়।
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত