সোনারগাঁ থানার কাইওক্কারটেক হাটে পাক-আর্মি অপারেশন, নারায়ণগঞ্জ
১৮ জুলাই,হাটবার। দুপুর ১টার দিকে মুক্তিযোদ্ধারা ব্রহ্মপুত্র নদীর পাড়ে নৌকা থামিয়ে বাজার করতে হাটে আসে। এমন সময় পাক আর্মিদের একটা জিপ এসে হাটে থামে। পাক আর্মির সংখ্যা ছিল পাঁচজন। চারজন পাকসেনা জিপ থেকে নেমে মুরগি কিনে জিপের ভেতর রেখে আবার কিছু কেনার জন্য ঘোরাঘুরি করে। মো. গিয়াসউদ্দিনের নেতৃত্বে মো. নুরুজ্জামান,সাহাবুদ্দিন খান,দুলাল,কাজী ইসহাক, কুতুব শামসুদ্দীন,বাবুল,হাতেম চারজন পাকসেনাকে হ্যান্ডসআপ করে নদীর কিনারে এনে নৌকায় তোলে। সাথে সাথে নৌকা ছেড়ে দেয়। ব্রহ্মপুত্র নদীর ওপারে দিয়ে কলাবাগ নামক স্থানে এসে নৌকা তীরে ভিড়ায়। চারজন পাকসেনাকে মুক্তিযোদ্ধারা নৌকা তীরে নামিয়ে গুলি করে হত্যা করে।
[১১০] রীতা ভৌমিক
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত