You dont have javascript enabled! Please enable it!

হরিপুর অপারেশন, গাইবান্ধা

৬ জুন সুবেদার আলতাফের নেতৃত্বে গাইবান্ধার কালির বাজার ও হরিপুর অপারেশন পরিচালিত হয়। ক্যাপ্টেন কাজিউল ইসলাম পরিচিত নৌকা যাত্রীদের কাছ থেকে জানতে পারেন যে সুন্দরগঞ্জ কালীর বাজারে গুটিকয়েক হানাদার বাহিনী রাজাকার নিয়ে অবস্থান করছে। কোম্পানির কমান্ডার বিএসএফ-এর সাথে যোগাযোগ করলে ৬জুন বিএসএফ জানায় যে সেই রাতের মধ্যেই কালীর বাজার অপারেশন করতে হবে। কারণ তারা জনতে পারে যে সেখানকার গুদামজাত পাট পর দিন হানাদার বাহিনী শান্তি কমিটির মাধ্যমে স্থানান্তর করবে। সেই অনুযায়ী সুবেদার আলতাফের নেতৃত্বে কালীর নাজার ও হরিপুর অপারেশন পরিচালনা হয়। ২৮ জুন মুক্তিযোদ্ধা দ্বারা পরিচালিত অপারেশনে শান্তি কমিটির চেয়ারম্যান ও তার দুজন সশস্ত্র রাজাকার গ্রফতার হয়। অপারেশন শেষে ফেরার পথে নৌকাগুলো ব্রহ্মপুত্রের পশ্চিম তীর থেকে প্রায় ৩শ গঞ্জ দূরে যেতে না যেতেই হানাদার বাহিনী নদীর তীর থেকে মুক্তিযোদ্ধাফের উপর মেশিনগানের গুলি ছোড়ে। মুক্তিযোদ্ধারা নৌকা থেকে পাল্টা গুলি চালায়। এতে অবশ্য কোন ক্ষয়-ক্ষতি হয়নি।
[৫৮০] ড.মোঃ মাহবুবর রহমান

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!