হরিপুর আক্রমণ, সিলেট
হরিপুরের অবস্থান ছিল সিলেট-জৈন্তাপুর সড়কের পাশে। ৪নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর সি আর দত্ত ও ক্যাপ্টেন মুত্তালিব চিকনাগুল এলাকায় পাকিস্তানীদের উপর একটি অপারেশনের পরিকল্পনা করেন। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে এই অপারেশনের জন্য মুক্তিযোদ্ধাদের ভেতর থেকে বেছে একটি দল গঠন করা হয় যার নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন মুত্তালিব। চিকনাগুল পৌঁছালে পাকিস্তানী সেনাদের আক্রমণে মুক্তিবাহিনী অবরুদ্ধ হয়ে পড়ে।এই পরিস্থিতিতে ক্যাপ্টেন মুত্তালিবের নির্দেশে হাবিলদার আব্দুল মালেক ও আব্দুর রব গুলিবর্ষণ করে পাকিস্তানীদের ঠেকিয়ে রাখে। অন্যদিকে মুত্তালিব সহ ২০০ জন মুক্তিবাহিনী চাতুল বাজারে নিরাপদে চলে যায়। সেখান থেকে হেমু গ্রামে আবু তাহের, আব্দুল মুত্তালিব, আব্দুল রাজ্জাক, আব্দুল হাসেম গাছতলায় মর্টার স্থাপন করে ৩৫ জন পাকিস্তানী হত্যা করে। এর বিনিময়ে প্রান দিতে হয় হাবিলদার গোলাম রহুল, আব্দুল মালেক, আব্দুর রব মুক্তিযোদ্দাদের।
[৫৫] নিবেদিতা দত্ত
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত