সোনাইমুড়ি রেল স্টেশনের যুদ্ধ, নোয়াখালী
এপ্রিলের শেষ নাগাদ পক সৈন্যবাহী একটি ট্রেন নোয়াখালীর সোনাইমুড়ি রেলস্টেশনে এলে সুবেদার লুৎফর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা তাতে আক্রমণ চালায়। ট্রেন থেকে নামার সময় মুক্তিযোদ্ধাদের গুলিতে কয়েকজন পাকসেনা মারা যায়। তিন ঘন্টা স্থায়ী এই যুদ্ধে ৩৫জন পাকসেনা নিহত এবং ৬জন মুক্তিযোদ্ধা শহীদ হন। এই যুদ্ধে খবর ছড়িয়ে পড়লে ঘন্টাখানেক পর পাকসৈন্যদের সহায়তার জন্য চৌমুহনী থেকে সামরিক ভ্যানে করে একদল সৈন্য ঘটনাস্থলে উপস্থিত হয়। এদের সংখ্যা দাঁড়াল ২৫০জন। মুক্তিযোদ্ধাদের সংখ্যা ছিল মাত্র ৩০জন। মুক্তিসেনারা এবার পিছু হটে যায়।
[৭] মোঃ জাহাঙ্গীর আলম
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত