You dont have javascript enabled! Please enable it! 1971.04 | সোনাগাজীর নবাবপুরে পাকিস্তানী দালালের বাড়িতে গ্রেনেড-আক্রমণ, ফেনী - সংগ্রামের নোটবুক

সোনাগাজীর নবাবপুরে পাকিস্তানী দালালের বাড়িতে গ্রেনেড-আক্রমণ, ফেনী

১৯৭১ সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে পাকিস্তানী দখলদার বাহিনীর নিকট ফেনী পতনের পরপরই সোনাগাজীর নবাবপুরের তিনজন তরুণ মুক্তিযোদ্ধা স্থানীয় রাজাকার-এর বাড়িতে গ্রেনেড আক্রমণ চালায়। উল্লেখ্য,হুমায়ন ছাবেরী তাঁর অনুসারীদের নিয়ে নবাবপুরে পাকিস্তানীদের পক্ষে কাজ করার জন্য সংগঠিত হতে থাকে। এই লক্ষ্যে তারা কয়েকজন স্বাধীনতাবিরোধী মিলে এক সভা করছিল। সভা চলাকালীন স্থানীয় তরুণ মুক্তিযোদ্ধা ও ছাত্র আবদুল হাই, নবাবপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান আবু ইউসুফ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্র মাহবুব যৌথভাবে হুমায়ুন ছাবেরী আহত হন। ফেনীতে সার্বিক মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে সাহসী এই তিন তরুণের গেরিলা আক্রমণ নবাবপুরের ছাত্র-জনতার মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।
[১১৩] শফিকুল রহমান চৌধুরী

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত