সুন্দিসাইল যুদ্ধ, সিলেট
গোপালগঞ্জ থানা থেকে ৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে সুন্দিসাইল অবস্থিত। এই অঞ্চলের পশ্চিম আমুড়া এলাকার বিসমাইল হাওড়ের পশ্চিম দিকে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযুদ্ধের সময় ঘাঁটি স্থাপন করেছিল। মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের এই ঘাঁটি ধ্বংস করার পরিকল্পনা করে। এই লক্ষ্যে তারা অক্টোবর মাসে বিসমাইল হাওড়ের পশ্চিমে সুন্দিসাইল মোকামটিলাতে অবস্থান গ্রহন করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সকাল ৮ টার সময় মুক্তিযোদ্ধারা উত্তর দক্ষিণ পূর্ব এই তিনদিক থেকে পাকিস্তানি ঘাঁটির উপর আক্রমণ চালায়। ঘটনার আকস্মিকতায় পাকিস্তানি বাহিনীও তীব্র প্রতিরোধ সৃষ্টি করে। এতে শত্রুবাহিনীর হতাহতের সংখ্যা জানা সম্ভব না হলেও মুক্তিযোদ্ধাদের মধ্যে চুনু মিয়া, আব্দুল মোতালিব এবং সমীর উদ্দিনসহ অনেকেই শহীদ হন।
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত