You dont have javascript enabled! Please enable it!

সুলতান মাহমুদ, লে. কর্নেল
ইউনিটঃ ৩১ বেলুচ

স্থানঃ ময়মনসিংহ
অপরাধঃ লে. কর্নেল সুলতান ৩১ বেলুচ রেজিমেন্টের নেতৃত্বে ছিল। তাকে ময়মনসিং এর উত্তরাঞ্চলের দ্বায়িত্ব দেওয়া হয়। পাকিস্তানি অফিসারদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক বাঙালি হত্যার প্রধান হোতাদের মধ্যে সুলতান মাহমুদ একজন। তার নির্দেশেই কমলপুর, বকশীগঞ্জ, জামালপুর, হাতিবান্ধা, শেরপুর ও জামালপুর এলাকা জুড়ে সকল হত্যাকান্ড সংঘঠিত হয়। এছাড়াও ঢালু-হালুয়াঘাট, ময়মনসিং এলাকার হত্যাকান্ডের সাথেও সে জড়িত ছিল।
লে. কর্নেল সুলতান মাহমুদ ও তার সহযোগীদেরকে গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য অভিযুক্ত করা যায়।

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!