You dont have javascript enabled! Please enable it! 1971.12.10 | সুলতানগঞ্জের যুদ্ধ, বগুড়া - সংগ্রামের নোটবুক

সুলতানগঞ্জের যুদ্ধ, বগুড়া

বগুড়া শহরের অতি নিকটে প্রায় ১ কিলোমিটার দূরে সুলতানগঞ্জ অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় পাকহানাদার বাহিনী সুলতানগঞ্জে একটি ক্যাম্প স্থাপন করেছিল। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর ক্যাপ্টেন শ্রী ধীরেন কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীর আনুমানিক ১০০ সদস্যের একটি দল বগুড়া শহরের পূর্বদিকে সাজাপুরের দিকে রওনা হয়। তারা সুলতানগঞ্জের সাজাপুরে অবস্থানরত শত্রু এলাকার কাছাকাছি পৌঁছালে বেতগাড়িতে অবস্থানরত পাকসেনাদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়। প্রায় ২ ঘন্টা গুলি বিনিময়ের পর পাকসেনারা অবস্থান ছেড়ে শহরের ভিতরে ঠনঠনিয়া এলাকায় চলে যায় এবং মিত্রবাহিনী এ স্থান দখল করে নেয়। সুলতানগঞ্জের সাজাপুর যুদ্ধে কয়েকজন ভারতীয় সেনা ও ৯ পাকসেনা নিহত হয়।

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত