সিলেট কারাগার আক্রমণ
সিলেট জেলা সদরে অবস্থিত সিলেট কারাগার। এই কারাগার আক্রমণের জন্য হরিপুরের দিকে সংগঠিত হলো ক্যাপ্টেন মুত্তালিবের একটি দল। এই দলে উল্লেখযোগ্য মুক্তিযোদ্ধা ছিলেন, আবুল কাশেম ও আব্দুল হাই প্রমুখ। মুক্তিযোদ্ধারা ৫ এপ্রিল ভোরবেলা আক্রমণ পরিচালনা করে। সংখ্যায় ২১ জনের এই দলটির প্রথম টার্গেট থাকে বিমানবন্দর আক্রমণ। সেই মতো মুক্তিযোদ্ধা আবুল কাশেমের ছোড়া একটি বোমা বিস্ফোরিত হয় ট্যাঙ্কের উপর। ফলে পুরো বিমান বন্দর আগুন ও ধোয়ায় ছেয়ে যায়। ১৫মিনিটের মধ্যে শহরের সকল পাকিস্তানী সৈন্য সেখানে চলে আসে ও আশেপাশে এলাকা লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। ততক্ষণে মুক্তিবাহিনীর ৩ জন যোদ্ধা শহরে প্রবেশ করে ও জায়গায় জায়গায় মেশিনগান স্থাপন করে। যেমন নয়া সড়কের চৌরাস্তায় দুটি সওদাগরটুলা রাস্তায়।
[৫৫] নিবেদিতা দত্ত
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত