You dont have javascript enabled! Please enable it!

সিলেটে মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনীর অবস্থান

রাধানগর এলাকাটি ৫ নং সেক্টরের ডাউকি-মুক্তারপুর সাব-সেক্টরের অন্তর্ভুক্ত ছিল।মুক্তিযুদ্দের প্রথম দিকে সুবেদার মজিবুর, ক্যাপ্টেন মুত্তালিব ও সুবেদার মেজর বি, আর, চৌধুরীর নেতৃত্বে ইপিআর সদস্যরা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্দ করে। জুলাই মাসের পর এই অঞ্চলে ৫টি গনবাহিনী (এফএফ ) কোম্পানি অপারেশনে নিয়োজিত হয়। প্রাথমিক দিনগুলোতে ভারতের মেজর রাও (বিএসএফ) ওমুক্তিবাহিনীর পক্ষে সিলেটের নাজিম কায়েস চৌধুরী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে .৫ নভেম্বর তারিখে ৩ ইস্ট বেঈলের অধিনায়ক মেজর শাফায়াত জামিলের নেতৃত্বে ৩ ইস্ট বেঈলের আলফা, ডেল্টা, ইকো ও হেডকোয়ার্টার কোম্পানিকে তামাবিল চেকপোস্টে একত্রিত করা হয়। তামাবিল থেকে ৩ ইস্ট বেঈল রাধানগর যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে। ভারতের ৫/৫ গুর্খ রেজিমেন্ট এই যুদ্ধে অংশগ্রহণ করে।

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!