You dont have javascript enabled! Please enable it! 1971.12.16 | সিলেটের যৌথ বাহিনীর চূড়ান্ত অভিযান ও সিলেট বিজয় - সংগ্রামের নোটবুক

সিলেটের যৌথ বাহিনীর চূড়ান্ত অভিযান ও সিলেট বিজয়

পাকিস্তান-ভারত যুদ্ধ শুরু হলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নতুন মাত্রা লাভ করে। মুক্তিবাহিনী ও যৌথ বাহিনী পরিকল্পনা অনুসারে সিলেটের বিভিন্ন অংশে অপারেশন পরিচালনা করে ও সিলেটের বিভিন্ন অংশ দখল করে নেয় পাকিস্তানীদের কাছ থেকে এক পর্যায়ে ১৫ ডিসেম্বর সিলেট শহরে অবস্থিত পাকিস্তানী বাহিনী সকল দিক থেকে অবরুদ্ধ হয়ে পড়ে। অবশেষে ১৬ ডিসেম্বর ৪ ও ৫ সেক্টরের মুক্তিযোদ্ধা ও ভারতীয় বাহিনী সিলেটের এমসি কলেজের কাছে পৌছালে এ কলেজের গেটের সামনে বিকেল ৫টা ১৫মিনিটে পাকিস্তানী ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার ইফতেখার হোসেন রানা যৌথ বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার ওয়ার্ট এর কাছে আত্মসমর্পণ করেন। মুক্তিযোদ্ধার পক্ষে ঊপস্থিত ছিলেন কাজী ফারুক আহমদ ওজয়ন্ত কুমার সেন। এভাবে সিলেট শত্রুমুক্ত হয়।
[৫৫] নিবেদিতা দত্ত

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত