You dont have javascript enabled! Please enable it! 1971.05 | সিঙ্গাইর থানা দখল, মানিকগঞ্জ - সংগ্রামের নোটবুক

সিঙ্গাইর থানা দখল, মানিকগঞ্জ

১৯৭১ সালে মে মাসে প্রথম দিকে খন্দকার আব্দুল বাতেন মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানা আক্রমণ করেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাতেন বাহিনী দুটো দলে বিভক্ত হয়ে খন্দকার আব্দুল বাতেন ও সুবেদার আব্দুল বারির নেতৃত্বে সিঙ্গাইর থানায় আক্রমণ চালায়। দ্বিমুখী আক্রমণে পাক সৈন্যরা ও তাদের সহযোগী পুলিশ সদস্যরা দিশে হারা হয়ে পড়েন এবং প্রায় দু ঘন্টা যুদ্ধ চালায় পর আক পর্যায়ে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ রেখে শত্রুসৈন্যরা পালিয়ে যায়। এরপর মুক্তিবাহিনী সিঙ্গাইর থানা দখল করে নেয়। এ অপারেশনে খন্দকার আব্দুল বাতেনর সহযোগী যোদ্ধা ছিলেন – সুবেদার আব্দুল বারি,আব্দুল কামাল আজাদ শহজাহান,মোহাম্মদ দেলোয়ার হোসেন হারিশ,মোঃফজলুল হক মল্লিক, ইপিআর বাহিনীর সদস্য বাবুল চৌধুরী,আব্দুল রশিদ,মোঃআলী জিন্নাহ,আফতাব হোসেন আরজু,হরমুজ আলী বি.এস.সি. নায়েক আব্দুস সামাদ,নায়েক হুমায়ুন,নায়েক আলাউদ্দিন,নায়েক সিরাজুল ইস্লাম,নায়েক আজহারুল ইসলামসহ আরও অনেকে।
[৫৯৪] তানজিলা তওহিদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত