You dont have javascript enabled! Please enable it!

সালুটিকর বিমান বন্দর রানওয়ে হামলা, সিলেট

সালুটিকর বিমান বন্দরটি সিলেট শহর থেকে প্রায় উত্তরে ৭কি.মি.দূরে অবস্থিত। পাকিস্তানী সৈন্যরা যখন এই বিমান বন্দরের রানওয়ে ধ্বংস করার পরিকল্পনা করে মুক্তিসেনারা। হাবিলদার আব্দুল ওয়াহিদ ও নায়েক হাফিজ চৌধুরী দায়িত্ব গ্রহণ করবেন। পরিকল্পনা মোতাবেক ১৯ এপ্রিল রাতে মুক্তিবাহিনী আক্রমণ করে বিমান বন্দর। ফলে মুক্তিযোদ্ধাদের অভিযান সফল হয়। সফল অভিযান শেষে রাতে মুক্তিবাহিনীরা তাদের নিরাপদ আশ্রয় চলে যায়।
[৫৫] নিবেদিতা দত্ত

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!