You dont have javascript enabled! Please enable it!

সালুটিকর বিমানবন্দর অপারেশন, সিলেট

সিলেট শহর থেকে প্রায় ৭কি.মি. উত্তরে অবস্থিত সালুটিকর বিমানবন্দর। এই বিমান বন্দর ধ্বংসের জন্য ৩৩জন নিয়ে একটি দল গঠন করা হয়। যার কমান্ডার নিযুক্ত হন মুক্তিযোদ্ধা ইয়ামিন চৌধুরী। পরিকল্পনাকারী ভারতীয় জেলারেল গুল বক্স সিৎগিল। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে সুযোগমতো আক্রমণ করে মুক্তিবাহিনী। তারা গুলি করে ঘায়েল করে সি ১৩০ নামে পাকিস্তানিদের বিমান।
[৫৫] নিবেদিতা দত্ত

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত