You dont have javascript enabled! Please enable it!

সিদ্ধিরগঞ্জ ইএসএসও কোম্পানি আক্রমণ, নারায়ণগঞ্জ

ই এস এস ও (Esso) ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের একটি পাকিস্তানের একটি বিখ্যাত তেল কোম্পানি। সিদ্ধিরগঞ্জ ছিল ই এস এস ও’র বৃহত্তম অফিস। ই এস এস ও’র এই অফিসকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে পাকিস্তানীরা এই অফিসে পাকসেনা ও পুলিশ দিয়ে পাহারার ব্যবস্থা করে। ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে সন্ধ্যার পরে মুক্তিযোদ্ধারা সিদ্ধিরগঞ্জ ই এস এস ও কোম্পানিতে আক্রমণ করে ২ জন পাকসেনাকে হত্যা করে ও ১০ জন পুলিশকে আত্মসমর্পণে বাধ্য করে। এই অপারেশনে ২টি চাইনিজ রাইফেল,১০টি ৩০৩রাইফেল ও কিছু গোলাবারুদ উদ্ধার করা হয়। মুক্তিযোদ্ধারা সবাই অক্ষত থাকে।
[৫৯৪] তানজিলা তওহিদ

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!