শম্ভুপুরা গানবোট অপারেশন, নারায়নগঞ্জ
২৭ অক্টোবর সকাল আটটায় গ্রুপ কমান্ডার মোহাম্মাদ গিয়াসউদ্দিনের (নারায়নঞ্জ) নেতৃত্বে মিলন, দুলাল, পুতুল, মো. নুরুজ্জামান, আমিনুর রহমান, এমরান, সাহাবুদ্দীন খান, গিয়াস (বন্দর), কুতুব, শামসুদ্দিন, হাতেম, মোবারক শম্ভুপুরায় গানবোট অপারেশন করেন। তুরাগ জাহাজ মুক্তিযোদ্ধাদের দখলে আসার পর গ্রামবাসীদের নিরাপত্তা রক্ষার্থে মুক্তিযোদ্ধারা সেখানেই অবস্থান নেন। মুক্তিযোদ্ধা হাতেম ও কুতুব পাহারারত অবস্থায় দেখতে পান মেঘনা নদীর ওপর দিয়ে হঠাত করে মুন্সীগঞ্জের দিক হতে পাকসেনাদের তিনটি গানবোট একই স্পীডে তীরের দিকে ছুটে আসছে। আসার পথে নদীতে জেলেদের নৌকাগুলো সরিয়ে নেবার জন্য হুমকি দেয়। এই দৃশ্য দেখামাত্র অন্য মুক্তিযোদ্ধাদের অবগত করলে মুক্তিযোদ্ধারা ওদের লক্ষ্য করে ফায়ার করেন এবং কামান থেকে পাঁচটি গোলা ব্যবহার করেন। পাকসেনারা কিছু আহত হয়ে জলে পড়ে যায়। তারা গানবোট থেকে তীরের দিকে মুক্তিযোদ্ধাদের লক্ষ্য করে শেল মারে। মুক্তিযোদ্ধারাও পাল্টা জবাব দেয়। শত্রুরা পিছু হটে যায়। ওদের শেলের আঘাতে একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে বি এস এস বগুড়া নামে জাহাজটি নৌ বাহিনীতে আছে। এ খবর বিবিসি ও স্বাধীন বাংলা বেতারে প্রচারিত হয়।
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত