You dont have javascript enabled! Please enable it!

সারোয়াতলীর অবরুদ্ধ মুক্তিযোদ্ধাদের উদ্ধার অভিযান, চট্টগ্রাম

সারোয়াতলী হচ্ছে দক্ষিণ চট্টগ্রামের একটি ছোট্ট এলাকা। সারোয়াতলীতে মুক্তিযোদ্ধা আবুল মনসুর সিদ্দীকীর বাড়িতে রাজাকাররা ঢুকে তার বোঙ্কে অপহরণ করে ও মুক্তিযোদ্ধাদের অবরুদ্ধ করে রাখে। এই এলাকার পাশেই ছিল জটিল। ২৫/২৬ আগস্ট নাসিরের নেতৃত্বে মুক্তিযোদ্ধা দল এই অভিযান পরিচালনা করেন। তারা নাসিরের বাড়ির সামনে বাশঝার এবং পুকুরকে আড়াল করে প্রতিরক্ষা অবস্থান গ্রহণ করেন। আনুমানিক সকাল ১০টার দিকে শত্রুর উপস্থিতি টের পেয়ে মুক্তিযোদ্ধা বারেক গুলিবর্ষণ শুরু করেন। পরে মুক্তিযোদ্ধারা ক্রলিং করে এগোতে থাকেন। তবে রাজাকাররা পূর্ব দিকে পালিয়ে গেলে মুক্তিযোদ্ধারা তাদের ধাওয়া করে, রাজাকাররা আর ফিরে না এলেও অন্য পথে গ্রামে দুকে আগুন লাগিয়ে দেয় গ্রামের ঘরবাড়িতে। এভাবেই শেষ হয় নাসির গ্রুপের ৭জন মুক্তিযোদ্ধার অবরুদ্ধ অবস্থা। এই অভিযানে ১জন রাজাকার নিহত হয়। এই অভিযান সফল হয় শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের দৃঢ় মনোবোলের কারণে। এই অভিযানে ১টি এলএমজি, ২টি স্টেনগান,৮টি ৩০৩ রাইফেল ও অন্যান্য অস্ত্র ব্যবহ্রত হয়।
[৫৯৪] কে.এম.আহসান কবীর

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!