সার্সন রোডে আর্মি ক্যাম্পে অভিযান, চট্টগ্রাম
চট্টগ্রাম শহরের মেডিকেল কলেজের হোস্টেলের দক্ষিণে চট্টেশ্বরী রোড ও আসকার দিঘির দিক হতে সার্স রোডের অবস্থান। এখানে পাকিস্থান টোবাকোর একটি বাংলো ছিল,যা ১৯৭১ এ পাক আর্মি ক্যাম্প হিসেবে ব্যবহৃত হচ্চিল। মুক্তিযোদ্ধা মোজাফফর,ইলিয়াস,আবদুস সালাম সহ ৭/৮ জন এখানে অভিযান পরিচালনা করেন। সকালবেলা দেখা যায় পাক আর্মি ক্যাম্পে ঢিলেঢালা পাহারা চলে, তাই এই সময়কেই বেছে নেওয়া হয়। অস্ত্র হিসেবে গ্রেনেড ব্যবহার করা হয়। সকালবেলা মুক্তিযোদ্ধারা টেক্সিতে করে ক্যাম্পের নিকট পৌছান, অতঃপর গতি কমিয়ে অতি দ্রুততার সঙ্গে ৫/৬টি গ্রেনেড নিক্ষেপ করে চলে যান। এই অভিযানে ৪/৫ জন পাক সৈন্য নিহত হয় ও তাদের মধ্যে ভীতির সঞ্চার হয়।
[৫৯৪] কে.এম.আহসান কবীর
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত