লিচুবাগান রেললাইন অভিযান, চট্টগ্রাম
লিচুবাগান এলাকা নিজামপুর কলেজ রেল স্টেশন থেকে আনুমানিক ১০০ গজ উত্তরে অবস্থিত। ১৮ জুলাই রাত ১২ টায় পোদ্দারপাড়া গ্রামের কাসেম সাহেবের বাড়ি থেকে কমান্ডার নিজাম, তার সহযোগী মোহাম্মদ শফি, সলিমুল্লাহ, নূরুল ইসলাম, আলী আহমেদ, সাহের আহমেদ এবং আরো কয়েকজন অপারেশনের জন্য রওনা দেন। তাদের কাছে দুইটি স্টেনগান, ২ টি এন্টি ট্যাংক মাইন, ২ টি পিস্তল ও একটি গ্রেনেড। তারা রাত ১ টায় লিচুবাগান রেললাইনে পৌঁছান। রেললাইনের স্লিপারের উপর থেকে পাথর সরিয়ে শাবল দিয়ে মাটি খুঁড়ে এন্টিট্যাংক মাইন উভয় রেললাইনের নিচে স্থাপন করেন। অভিযান শেষ হলে তারা আশ্রয় কেন্দ্রে চলে যান। মাইনগুলি বিস্ফোরিত হলে ৪/৫ টি বগি লাইনচ্যুত হয় এবং রেলযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত