You dont have javascript enabled! Please enable it!

লেছড়াগঞ্জে পাক-আর্মি ক্যাম্প আক্রমণ, মানিকগঞ্জ

১৯৭১ সালের ২৪ অক্টোবর, মুক্তিবাহিনীর গেরিলারা মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানাধীন লেছড়াগঞ্জ পাক আর্মি ক্যাম্পে হামলা করে। দীর্ঘ সময় ধরে চলা এ যুদ্ধে ৮৫ জন পাকসেনা মারা যায় এবং বাকি ৫০ জন আত্মসমর্পন করে। আত্মসমর্পনকারীদের মধ্যে রাজাকার, এপিপি এবং ৩ জন পাঠান সৈন্য ছিল। এই অপারেশনে মুক্তিযোদ্ধারা লেছড়াগঞ্জের পাক ক্যাম্প ও ক্যাম্প সংলগ্ন ওয়ারলেস অফিস সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এই অপারেশনের খবর তখন ফলাও করে ভয়েস অফ আমেরিকায় প্রচার করা হয়েছিল।

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!