You dont have javascript enabled! Please enable it! লোকমানপুর চিতলী ফার্ম ট্রেন অপারেশন, আড়ানী, রাজশাহী - সংগ্রামের নোটবুক

লোকমানপুর চিতলী ফার্ম ট্রেন অপারেশন, আড়ানী রাজশাহী

২২ নভেম্বর আজাদ আলীর (বীর প্রতীক) ও মোজাম্মেলের নেতৃত্বে এফ এফ গেরিলারা দুদলে বিভক্ত হয়ে এই অপারেশন পরিচালিত হয়। এই অপারেশনে আড়ানী আব্দুলপুর রেল স্টেশনের মধ্যবর্তী লোকমানপুরে ডিনামাইটের দ্বারা বিপুল সংখ্যক পাক সেনা বহনকারী একটি ট্রেন ধ্বংস করা হয়। এতে অনেক পাকসেনা নিহত ও আহত হয়। এই অপারেশনে আজাদ আলীর একটী হাত উড়ে যায় এবং তার সহকারী কমান্ডার মাহবুবুল গণির এক হাতের দুটো আঙুল উড়ে যায়। এই যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য মো. আজাদ আলী বীর প্রতীক পদবী লাভ করেন।

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত