রৌহা বাজারের যুদ্ধ, ধামরাই, ঢাকা
রৌহা, ঢাকা জেলার ধামরাই থানার সুয়াপুর ইউনিয়নের একটি গ্রাম। ঢাকা আরিচা সড়ক থেকে ৪/৫ কিলোমিটার দক্ষিণে গ্রামটির অবস্থান। নভেম্বরের শেষদিকে মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে রৌহার ছোট্ট বাজারে এসে উঠেন। এই দলটির মধ্যে ছিলেন রইসুল ইসলাম আসাদ, মুনীর উদ্দিন, ফেরদৌস, মাহবুব আলী, জাহেদ, শফিকুল ইসলাম স্বপন, জন, ফিরোজ, মোহাম্মদ আলী, ওমর, আরিফ, রমজান ও আরো বেশ কয়েকজন নির্ভীক যোদ্ধা। মুক্তিযোদ্ধাদের এই নির্ভীক দলটি যখন রৌহায় রাত্রিযাপন করছিল তখন দালালদের মাধ্যমে খবর পেয়ে পাকবাহিনী হঠাৎ তাদের আক্রমণ করে। কিন্তু মুক্তিযোদ্ধারা অত্যন্ত বীরত্বের সঙ্গে সেই আক্রমণ প্রতিহত করেন। এবং আশরাফ একজন মুক্তিযোদ্ধা এক্ষেত্রে বিশেষ সাহসিকতার পরিচয় দেন। এই যুদ্ধে ১৯ জন পাকসেনা নিহত হয়। পাক বাহিনী নিরুপায় হয়ে সেই স্থান ত্যাগ করে।
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত