রেমা যুদ্ধ, সিলেট
রেমা চা বাগানের বালুমারা এলাকায় সেপ্টেম্বর মাসের ২৩ তারিখে বাঘাইবাড়ি সাব সেক্টর কমান্ডার আজিজুর রহমান চৌধুরীর নির্দেশে সুবেদার গিয়াস উদ্দিন একটি অভিযান পরিচালনা করেন। অপারেশনের দায়িত্বে ছিলেন আনসার কমান্ডার ইউনুস চৌধুরী। মুক্তিযোদ্ধার দলটি ভারতের সীমান্ত থেকে একজন চা শ্রমিকের সহযোগিতায় পাহাড়ি অঞ্চল অতিক্রম করে খোয়াই নদীর পূর্ব তীর ঘেঁষে রেমা চা বাগানে পৌঁছায়। বালুমারা এলাকায় পাক সেনাদের নিয়মিত বাহিনী, মিলিশিয়া ও রাজাকারসহ প্রায় আড়াইশহ লোক অবস্থান করছিল। ২৩ সেপ্টেম্বর শেষ রাতে মুক্তিবাহিনী পাক সেনাদের অবস্থানরত বাহিনীর উপর অতর্কিত হামলা করে। পাক বাহিনী এই হামলার পাল্টা জবাব দেয়। শুরু হয় তুমুল যুদ্ধ। মুখোমুখি যুদ্ধের এক পর্যায়ে সিপাহী রমিজ আলী শাহাদাত বরণ করেন। বীর মুক্তিযোদ্ধাদের তেজোদীপ্ত আক্রমণের মুখে পাক বাহিনী টিকে থাকতে না পেরে অনেক ক্ষতি স্বীকার করে পিছু হঠতে বাধ্য হয়। এই যুদ্ধটি মূলত সেক্টর ট্রুপস-এর সদস্যদের নেতৃত্বে সংঘটিত হয়েছিল। ইপিআর, বেঙ্গল রেজিমেন্ট ও আনসার বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত বাহিনী এই যুদ্ধে কৃতিত্বের পরিচয় দেয়।
[৬৩] মাহফুজুর রহমান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত