You dont have javascript enabled! Please enable it!

রানীনগর থানা রেলওয়ে চকের ব্রীজ আক্রমণ, নওগাঁ

নওগাঁ জেলার রানীনগর থানা রেলওয়ে চকের ব্রীজ অবস্থিত। মুক্তিযুদ্ধের সময় পাকসেনারা রানীনগর থানার আত্রাই পুরাতন রেলস্টেশনে বড় ধরনের ক্যাম্প তৈরি করে। সেখান থেকে তারা রেলপথে শাহাগোলা পার হয়ে রানীনগর এলাকায় প্রায়ই টহল দিত। টহল দেয়ার সময় তার শুধু শক্তি এবং দাপটই দেখাচ্ছিল না বরং হত্যা, নির্যাতন লুটপাট করত। ফলে নিরীহ জনগণ তারা তাদের গ্রাম ছেড়ে পালিয়ে যেতে থাকে। ফলে মুক্তিযোদ্ধারা ব্রীজটিকে ধ্বংস করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী কমান্ডার মকবুল হোসেনের নেতৃত্বে আনুমানিক ২০/২৫ জন মুক্তিযোদ্ধাকে নিয়ে চকের ব্রীজ ধ্বংস করে এবং পাকবাহিনীর সাথে সম্মুখযুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধে পাকবাহিনী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয় এবং পরাজয় বরণ করতে বাধ্য হয়। তবে মুক্তিযোদ্ধাদের হতাহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি।
[৫৬] চাঁদ সুলতানা কাওছার

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!