রামগঞ্জ থানা আক্রমণ, সিরাজগঞ্জ
রামগঞ্জ থানা সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে অবস্থিত। সদ্য প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের স্বল্প অস্ত্র থাকায় তারা (মুক্তিযোদ্ধা) রামগঞ্জ থানা আক্রমণ করে অস্ত্র ও রসদ সংগ্রহের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ১৯৭১ সালের ২৮ নভেম্বর মুক্তিবাহিনী লক্ষ্মীগোলা গ্রামে অবস্থান নেয়। সবাই রাত ৯টার সময় রায়গঞ্জ গোরস্থানে অবস্থান নেয় এবং তিনটি ভাগে দল ভাগ করা হয়। একটি গ্রুপ থানা রোডের পূর্বে, একটি গ্রুপ পশ্চিমে এবং একটি গ্রুপ উত্তরে এ্যাকশন পার্টি হিসেবে অবস্থান নেয়। কিন্তু পূর্বদিকে গ্রুপ ভুলবশত থানার দিকে হাটা শুরু করলে পাকসেনা তাদের দেখতে পেয়ে ফায়ার শুরু করে। ফলে পরিকল্পনা অনুযায়ী তাদের আক্রমণ ব্যর্থ হয়। এ যুদ্ধে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আহত হয় এবং আহমেদ হোসেন শহীদ হন।
[৫৬] চাঁদ সুলতানা কাওছার
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত