রামদিয়া মুক্তিফৌজ ক্যাম্প আক্রমণ, গোপালগঞ্জ
ফুকরার যুদ্ধের পরের দিনই পাকসেনারা ৩টি লঞ্চ ভরে গোপালগঞ্জ হতে তালতলা খাল দিয়ে এসে রামদিয়া মুক্তিফৌজ ক্যাম্প আক্রমণ করে। ক্যাম্পে অবস্থানরত মুক্তিযোদ্ধা ও মুজিববাহিনীর ছেলেরা হঠাৎ এই আক্রমণে প্রস্তুত হয়ে যুদ্ধ কয়ার সুযোগ না পেয়ে পালিয়ে গিয়ে আত্মরক্ষা করে। ক্যাম্পে তখন ক্যাপ্টেন বাবুল, এডভোকেট মাহবুব আলী, হায়দার আলী ফকির, জুলু মিয়া, মুজিব বাহিনীর কমান্ডার গামা ইদ্রিছ আলী ও বেলায়েতসহ ৬৫০ জন মুক্তিযোদ্ধা ছিল। কোন প্রতিরোধ যুদ্ধ না হওয়ায় লোক বা অস্ত্রের কোন ক্ষতি হয়নি। শুধু রামদিয়া বাজার জ্বালিয়ে বেশিক্ষণ দেরি না করে পাকসেনারা গোপালগঞ্জ চলে যায়।
[৬৩৫] মোঃ সোলায়মান আলী
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত