রামনগর যুদ্ধ, কুমিল্লা
কুমিলার বুড়িচং থানার রামনগর গ্রামে মুক্তিবাহিনীর গেরিলাদের একটি অবস্থান ছিল। পাকসেনারা স্থানীয় দালালদের নিকট সংবাদ পেয়ে ৮ অক্টোবর দুপুরে একটি শক্তিশালী দল নিয়ে সেই অবস্থানের ওপর হামলা চালায়। মুক্তিবাহিনীর যোদ্ধারা বীরত্বের সঙ্গে দুপুর একটা থেকে রাত ৮টা পর্যন্ত সেই আক্রমণের মোকাবিলা করে। যুদ্ধে পাকসেনাদের প্রায় ২৬ জন সৈনিক ও ১৪ জন রাজাকার নিহত হয়। পাকসেনাদের আক্রমণের চাপ বাড়তে থাকলে মুক্তিযোদ্ধারা তাঁদের অবস্থান পরিত্যাগ করে জাগলপুরে নতুন অবস্থান নেয়। পরে ৯ অক্টোবর পাকসেনাদের আর একটি দল সেই অবস্থানের উপরও আক্রমণ চালায়। প্রায় ৪ ঘণ্টা যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা ৩৫ জন পাকসেনাকে নিহত ২ জনকে আহত করে। এরপর সেই অবস্থান পরিত্যাগ করে প্রধান ঘাঁটিতে ফিরে যায়। আসার পথে পাঁচ পাকসেনা মুক্তিবাহিনীর হাতে বন্দি হয়, মুক্তিযোদ্ধাদের একজন শহীদ, দু’জন আহত এবং ১জন বন্দি হন।
[১৮] আবুল কাশেম হৃদয়
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত