রাজাপুর যুদ্ধ-১, কুমিল্লা
৪ জুন সকালে খালেদ মোশাররফের একটি দল রাজাপুর পাক অবস্থানের উপর অতর্কিত আক্রমণ চালায় এতে পাকসেনাদের ৬ জন নিহত ও ৩ জন আহত হয়। ঐ দিনই রাত ১ টায় অপর একটা মুক্তিযোদ্ধা কুমিল্লার দক্ষিণের সুয়াগাজীতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে একটি সেতু উড়িয়ে দেয় এবং কুমিল্লার ৬ মাইল দক্ষিণে বাগমারা রেলসেতু উড়িয়ে দেয়।
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত