রাণীগাঁও আক্রমণ, হবিগঞ্জ
চুনারুঘাটের উত্তর-পূর্ব দিকে খোয়াই নদীর পূর্ব পাড়ে রাণীগাঁও গ্রাম। গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলে মাসুদ চৌধুরীর অনুগত রাজাকার বাহিনীর ক্যাম্প। তার নির্দেশে রাজাকাররা ঐ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। বাঘাইবাড়ি সাব সেক্টর থেকে চল্লিশ সদস্যের একটি মুক্তিযোদ্ধার গ্রুপ এই রাজাকার ক্যাম্প আক্রমণের সিদ্ধান্ত নেয়। মুক্তিযোদ্ধারা ক্যাম্প থেকে রওনা হয়ে প্রায় ১০ মাইল পায়ে হেঁটে রানীগাঁওয়ের দিকে অগ্রসর হয়। রাত প্রায় ১১ টায় খোয়াই নদীর তীরে পৌঁছেন। তারপর সোজা- রাণীগাঁও গিয়ে রাজাকার ক্যাম্পে আক্রমণ করেন আগস্টের ২৭ তারিখ। রাজাকার বাহিনী প্রথমদিকে পাল্টা আক্রমণ করলেও মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণে টিকে থাকতে না পেরে পালিয়ে যায়। অনেক অস্ত্র গোলাবারুদ ও ধন সম্পদ মুক্তিযোদ্ধের হস্তগত হয়।
[৬৩] মাহফুজুর রহমান
সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত