You dont have javascript enabled! Please enable it!

রাউজান চৌধুরী হাটের রাজাকার কাম্প অভিযান, চট্টগ্রাম

চত্তগ্রাম জেলার লক্ষ্মীছড়ি ও রাঙ্গুনীয়ার মাঝামাঝি রাউজান থানা অবস্থিত। অভিযান এলাকা ছিল রাউজানের চৌধুরীহাট এলাকার রাজাকার ক্যাম্প। আনুমানিক ১৫ বা ২০ জুন, ১৬ জনের মুক্তিযোদ্ধা দল দুই দলে বিভিক্ত হয়ে এলএমজি ৩০৩ রাইফেল, রিভল্ভার ও গ্রেনেড নিয়ে কর্ণফুলী নদী পার হয়ে লাম্বরহাটে পৌঁছেন। রাত ২টায় তারা চৌধুরীহাঁটে পৌঁছান। এখানে একটি দল চৌধুরীহাটের স্কুলের শত্রু অবস্থানের পূর্ব দিকে, অন্য দল পশ্চিম দিকে অবস্থান নেন। তারপর পূর্ব ও পশ্চিম দিক থেকে আকস্মাৎ আঘাত হানেন। এই অভিযানে ৮/১০ জন রাজাকার মারাত্নক নিহত হয়। মুক্তিযোদ্ধারা তিনটি রাইফেল উদ্ধার করে এই অভিযান শেষে।
[৫৯৭] কে. এম. আহসান কবীর

সূত্র: মুক্তিযুদ্ধ কোষ অষ্টম খণ্ড- মুনতাসির মামুন সম্পাদিত

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!